এইচবিও-তে প্রথম Front of the Class মুভিটি দেখি। চ্যানেল ঘুরাতে ঘুরাতে হঠাৎ করেই থেমে যেতে হয় সেদিন এইচবিও-তে। দেখা শুরু করার পর আর অন্য চ্যানেলে যেতে পারিনি। চমৎকার একটি ছবি। ছবির কাহিনী একটি ছেলেকে নিয়ে যে ছেলেবেলা থেকে Tourette syndrome নামে একটি মানসিক রোগে আক্রান্ত।
টরেট সিনড্রোম হল এমন কিছু আচরণ বা বদ অভ্যাস যা জনসাধারন্যে বিব্রতকর পরিস্থিতির উদ্রেক ঘটায় আচরণকারীর জন্য এবং অন্যদের জন্যেও। আমাদের মাঝে অনেকেরই এই রোগ আছে। যেমন: কেউ কেউ কথা বলার সময়ে নির্দিষ্ট সময় পর পর বিচিত্র কোন আওয়াজ করে, আবার কেউ কেউ নির্দিষ্ট সময় পর পর ঘাড় বাঁকায় অকারণে, কেউ বা হয়ত এক চোখ নিজের অজান্তে বা অনৈচ্ছিকভাবে টিপ দেয়। রোগী মনে করেন যে তার এই বিশেষ আচরণ তাকে মানসিকভাবে শান্তি দেবে যদিও সে তা ত্যাগ করতে চায়। ছবিতে দেখা যায়, এরকম রোগে আক্রান্ত একজন ছেলে ছোটবেলা থেকে স্কুল এবং বন্ধু মহলে নানা বিড়ম্বনার শিকার হয় এবং তার মা তাকে নিয়ে অনেক চিন্তিত থাকে।
ছেলে কিছু করতে পারবে না এরকম দুশ্চিন্তা হতে থাকে তার। আর সেই ছেলে নিজের ওপর রাগ করে প্রায়ই, আফসোস করে কেন তার এমন হল। কষ্ট করে শিক্ষাজীবন পার হয়ে সে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতার চাকরি নেয়। এরপর জাহিনী এগিয়ে যেতে থাকে। বাকিটা বললে মুভিটার আনন্দ নষ্ট হয়ে যাবে।
চমৎকার কাহিনী, মেকিং আর অভিনয় মুভিটিকে দিয়েছে আলাদা মর্যাদা। ছবিটি ব্র্যাড কোহেন নামে এক ব্যক্তির জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভির প্রধান চরিত্রের নামও ব্র্যাড কোহেন।
মুভিটি ডাউনলোড লিংক
ব্র্যাড কোহেনের ওয়েবসাইট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।