লেখার কিছুই নেই বলার আছে।
বৃষ্টির দিনে চমকে, ধমকে দারিয়ে করে দিল আমায়
মেঘ এসে নারা দিয়ে যায় শিশুতোষ হৃদয়।
ছুয়ে যায় মন ভিজি তুমি আমি একই ছায়ার তলে।
আনমনে কোন কিশোরির নুপুর ছিল প্রর্থনার তরে
তাই বলে তোমাদের স্পর্শ নিতে এসেছি আনেক কাল পরে
ছুয়ে দাও আমায় স্পর্শ করে তোমায়
আমি ঝরছি
তাইত আজ এই দিনটাকে আমার করে রাখছি।
কিশোরির নুপুর ছন্দে মন ভিজে যায়
সিক্ত করে আসে মেঘ
প্রসারিত রাস্তা ডাকে ইশারায়
সারাদিয়ে ছুটি আমরা দুজন
ছোটা হল শেষ
নতুন দিনের আপেক্ষায় বৃষ্টিও আজ শেষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।