আহসান জামান
উড়ছে হাওয়ার ওড়না, সামাল;
আমিতো ঝুঁকে আছি পতনের মুখে,
ওদিকে অন্ধকার, জটিল যাপন।
ছিঁড়েছে পুরানো ঘুড়িদের বন্ধন -
উড়াও; সময়ের মাধবী, ছেঁড়া ছোপ ছোপ রাত্রিকালো।
আমার অন্ধচোখে ভাসে, সাদা বকপাখির শান্ত পালক;
এইসব নেচে-গেয়ে সময়ের চাকা
ঘুরে ঘুরে টেনে তোলে গভীর তলদেশে
নিমজ্জিত স্মৃতির কঙ্কল।
আমি হেরে যেতে যেতে পৃথুলার পথিক
শুষ্কতার তৃষ্ণাতাপ পোড়া হাহাকার।
আমার দু'চোখে জমেছে প্রতুল পাপ
বিচ্ছেদে কেঁদেছে মন অসংখ্যবার।
উড়ছে, উড়াও; জোছনা হাওয়ার রাত
আমিতো ঝুঁকে আছি পতনের মুখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।