আমাদের কথা খুঁজে নিন

   

মুভিপ্রেমীদের জন্যঃ যেকোন মুভিতে সাবটাইটেল যুক্ত করুন খুব সহজে

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

আমরা সবাই প্রায় মুভি দেখি, সাথে অনেকেই মুভি ডাউনলোডের সময় সাবটাইটলও ডাউনলোড করি, মুভিটা ভালোভাবে বুঝার জন্য। অনেকের আবার মুভি সংগ্রহে রাখার বাতিক, সাথে হয়ত অনেকেই সাবটাইটেলসহ একই ফোল্ডারে মুভি সেভ করে রাখেন। এরপর মুভি দেখার সময় আবার প্লেয়ারের সাবটাইটেল ফাইল ব্রাউজ করে দেখতে হয়। আবার অনেক সময় দেখা যায়, যে সাবটাইটেল খুজে পাচ্ছেন না, আবার ডাউনলোড দরকার।

এসব বিরক্তিকর সমস্যা সহজেই দুর করা সম্ভব যদি আপনি প্রথমবার মুভি ডাউনলোডের সময় সাবটাইটেল ট্রাকটি একটা বিশেষ সফটওয়ার দিয়ে মুভিটির সাথে সেভ করে নেন, তাহলে এই ঝামেলা আর থাকবে না। যখনই দেখুন না কেন, মুভির সাথে সাথে সাবটাইটেলও চালু হবে। কিভাবে করবেন, নিচের ধাপ অনুসরন করুনঃ প্রথমে সাবটাইটেল যুক্ত করার জন্য এই সফটওয়ারটি ডাউনলোড করুন। এরপর আনজিপ করে সেটআপ দিন। এবার নিচের ছবিতে দেখানো ক্রমানুসারে নিচের ধাপগুলি অনুসরন করুনঃ ১।

যেহেতু সফটওয়ারটি সেটআপ দেয়া হয়েছে, এখন ডেক্সটপ এর শর্টকাট অথবা স্টার্ট বাটন থেকে MKVmerge GUI এ ক্লিক করুন। যে মুভির সাথে সাবটাইটেল যুক্ত করবেন, তা হার্ডডিক্স থেকে লোকেশন ব্রাউজ করে দিন ADD বাটন এ ক্লিক করে। এরপর আবারও ADD এ ক্লিক করুন, এবার সাবটাইটেল ফাইলটা (.srt format) ব্রাউজ করে দিন হার্ডডিক্স থেকে। যেকোন মুভির জন্য সাবটাইটেল পেতে পারেন, নিচের সাইটগুলি থেকেঃ www.opensubtitles.org www.subtitlesource.org www.mysubtitles.com subscene.com ২। ছবিতে খেয়াল করুন, মুভির লোকেশন আর সাবটাইটেল লোকেশন ব্রাউজের ফলে ৩টা ফাইল দেখাচ্ছে, ৩নংটা হলও সাবটাইটেল ফাইল, এটাকে কার্সর দিয়ে সেলেক্ট করে, সাবটাইটেলের ভাষাটা নির্বাচন করুন Language এ ক্লিক করে।

৩। এবার Output File এর নিচের বক্সে লোকেশন ব্রাউজ করে দিন, যেখানে সাবটাইটেল যুক্ত হওয়া মুভিটি সেভ করতে চান। ৪। এবার Start Muxing এ ক্লিক করুন। মুভিটে সাবটাইটেল যুক্ত হওয়া শেষ হলেই OK বাটনে ক্লিক করুন।

আপনার কাজ শেষ, মুভিটির নতুন ফরম্যাট হলো .mkv যা আপনি vlc প্লেয়ার দিয়ে চালাতে পারবেন। এভাবে সাবটাইটেল যুক্ত করার ফলে মুভির কোয়ালিটির কমে যাবে না। কৃতজ্ঞতাঃ আমার কাজিন, বিশিষ্ঠ গিয়ানির কাছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।