গভীর কিছু শেখার আছে ....
বিগত বছরগুলোতে আমাদের দেশে মুভি ইন্ডাস্টৃর অবস্থা আগের যে কোনো সময়ের চেয়েই দুঃসময় অতিক্রম করছে। এর মূল কারণ হিসেবে দুটি বিষয়কে ধরা যেতে পারে, রাজনৈতিক ও সামাজিক। রাজনৈতিক অস্থিরতায় খুব কম দর্শকই সিনেমা হলে যেতে আগ্রহী হয়। আর অশ্লীল মুভির জোয়ারে দেশের মুভি ইন্ডাস্টৃগুলোর ওপর অশ্লীলতার যে ট্যাগ লেগে যায় তাতে করে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর দর্শকরা সামাজিক কারণেই দেশীয় মুভিগুলোকে সিনেমা হলে গিয়ে দেখা বলা যায় বাদই দিয়ে দিয়েছে।
ফলে যে মুভিই মুক্তি পায় না কেন, অশ্লীলতার জন্য দর্শকরা মুভি দেখে না।
অথচ সব মুভিতেই যে অশ্লীলতা রয়েছে এমন কিন্তু নয়। সাধারণ দর্শকরাও যে এটি বোঝে না তা-ও আবার নয়। কিন্তু ভালো মুভিকে উৎসাহিত করতে হলেও যে সিনেমা হলে যাওয়া প্রয়োজন তা তারা মানতে চায় না।
একটি মুভি টিকেট বিক্রি থেকে শতকরা মাত্র ২০ ভাগ প্রাপ্ত অর্থ প্রযোজকের ঘরে ওঠে। ফলে ১০ হাজার দর্শকের বদলে যদি ২০ হাজার দর্শকও মুভিটি দেখার জন্য হলে যান তাহলে পক্ষান্তরে প্রযোজকই উৎসাহিত হবেন ভালো মুভি নির্মাণ করতে।
অথচ সাধারণ দর্শকরা অপেক্ষা করেন মুভির ভিসিডি কখন বাজারে আসবে আর তারা তা ঘরে বসে দেখবেন। এতে মুভির প্রযোজক যেমন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি পাইরেটেড ব্যবসাকেও উৎসাহিতই করা হলো।
আর এসব বিষয়কে মাথায় রেখেই ভালো মুভির নির্মাণকে উৎসাহিত করতে হলে সাধারণ দর্শকদের অন্তত সিনেমা হলে গিয়ে মুভি দেখতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইনডিয়ায় সিনেমা হলে গিয়ে মুভি দেখার কালচার রয়েছে।
এ জন্যই ইনডিয়ার মুভি ইন্ডাস্টৃ শক্ত অবস্থানে রয়েছে।
ইনডিয়ান দর্শকরা মুভি দেখার পর মতামত দেন মুভিটি ভালো নাকি খারাপ। অথচ আমরা দেশি মুভি ভালো জানলেও অপেক্ষা করি কখন তা ভিসিডি আকারে বের হবে, তখন ঘরে বসে উপভোগ করবো!
এখন প্রচুর ভালো মানের নির্মাতারা যেমন মুভি ইন্ডাস্টৃতে আসছেন, তেমনি ভালো মানের মুভির সংখ্যাও আগের চেয়ে অনেক বেশি। তাই সাধারণ দর্শকদের মানসিকতার পরিবর্তন করে ভালো মুভিকে উৎসাহিত করতে সিনেমা হলমুখী হতে হবে। এতে দেশে ভালো মুভির নির্মাতারা বাস্তবিকই আরো বেশি আগ্রহী হবেন অশ্লীলতা মুক্ত সুস্থধারার মুভি নির্মাণে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।