আমাদের কথা খুঁজে নিন

   

হে ব্রাজিলের ভক্ত গনঃ পর্তুগালের সাথে ড্র করা ব্রাজিল কি ভাবে বিশ্ব কাপ জিতার আশা করে???

সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,

হে ব্রাজিলের ভক্ত গন, আপনাদের মহান ব্রাজিলের খেলা দেখে আমি যারপরনাই বিস্মিত। গায়ের শক্তিতে ফুটবল খেলতে যাদের জুড়ি মেলাভার তারা কি ভাবে ড্র করলো? উত্তর কোরিয়ার সাথে আপনাদের সামান্য ব্যাবধানে বিজয় আমাকে আরো আশান্বিত করেছে। আমি আশাবাদি আপনারা কোয়ার্টার ফাইনাল বা সর্বোচ্চ সেমি ফাইনালে গিয়ে বিদায় নিবেন। পরবর্তী বিশ্বকাপের জন্য রইলো শুভ কামনা।

হে রেকর্ডধারী বিজয়ি গন, সুর্য সব সময় উদিয়মান থাকে না। কালের আবর্তনে তা পশ্চিমদিকে অস্ত যায়। আপনাদের অস্তমিত সুর্য আবার কোন এককালে উদিত হবে সেই কামনায় আপনাদের বিদায় নেয়ার সময় হয়েছে। হে তালগাছের মালিক গন, গলাবাজী ও তর্কে আপনাদের জুড়িমেলা ভার। তাই তাল গাছ আপনাদের দিয়ে দিলাম।

আপনাদের অবগতির জন্য মনে করিয়ে দেই, আপনারা হাত দিয়ে গোল করার জন্য ম্যারাডোনা কে যুগ যুগ ধরে দোষারোপ করে আসছেন। কিন্তু আপনারা হাত দিয়ে গোল করাতে কোন অংশেই কম যান না। ফেবিয়ানোই তার প্রমান। হে অজুহাত সৃস্টি কারীগন, গতকালের খেলার জন্য আপনারা বলবেন কাকা, রবিন হো ব্যাতিত ব্রাজিল খেলেছে, তাই ড্র হওয়াই স্বাভাবিক। কিন্তু আর্জেন্টিনাও মুল একাদশের বাইরের প্লেয়ার খেলিয়েছে।

আর্জেন্টিনা কিন্তু ড্র করেনি। হে ঘুমিয়ে থাকা স্বপ্ন দর্শক গন, আর কতো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন? আপনারা আপনাদের স্বপ্নের শেষ পর্যায়ে আছেন। আপনাদের জন্য জানিয়ে দেই। আজকের বিশ্বকাপের সুর্যটা শুধুই আর্জেন্টিনার। ২৪ বছর আগে হারিয়ে যাওয়া সেই সময় আবার আমাদের নিকটে চলে এসেছে।

আমাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। এই বারের উল্লাস আর আনন্দ শুধুই আর্জেন্টিনার সাপোর্টারদের। বিদায়ের আগে আপনাদের জন্য একটা গানঃ “ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো, জাইগা দেখি ব্রাজিল নাই ব্রাজিল নাই|| কেমন কইরা আমি এই মুখ দেখাই ও বন্ধুরে............। । “


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।