আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশ সকলের ।

কালের সাক্ষী

২৩ শে জুন । বাংঙালি জাতির জন্য একটি দুঃখের দিন । এই দিনে বাংলার মিরজাফররা ষড়যন্ত্র করে এ দেশের স্বাধীনতার সূর্যকে স্তিমিত করে দিয়েছিল । কারন তারা স্বাধীনতার ছেয়ে নিজেদের ক্ষমতাকে বেশী পছন্দ করত । ফলে তারা তাদের পরিনাম সম্পর্কে ছিল অজ্ঞ ।

তাই তাদের পরিনতির কথা সকলের জানা আছে । আজ ো আমাদের দেশের কিছু লোক শুধু ক্ষমতার লোভে সকল অন্যায় কে বৈধতা দিচ্ছে । তারা সংবাদ পত্রের স্বাধীনতা নিয়ে ছিনি মিনি খেলছে । যা আদেও কারোর জন্য ভাল না । কিন্তু একগ্ুয়েমির কারনে তা তারা করে যাচ্ছে ।

ফলে এদের অবস্থাও কি হবে আশা করি তারা দ্রুত বুঝতে সক্ষম হবে । নেলসন মেন্ডেলা যখন আফ্রিকার প্রেিসডেন্ট হয় । তখন তিনি ক্ষমতা নেয়ার সাথে সাথে সারা দেমের মানুষদের এক যোগে কাজ করে দেশের উন্নতি করার জন্য তিনি সকলকে ক্ষমা করেছিলেন । কারন তিনি জানতেন জাতির ভেদা ভেদ কখনো দেশের জন্য ভাল নয় । হোক সে মহা অপরাধী ।

তাই তিনি ক্ষমার সাথে সকলকে এক যোগে কাজ করার ও আহব্বান জানান । এটা তিনি পেরেছিলেন ,তাই তিনি আজকের নেলসন মেন্ডেলা । আমাদের দেশের শেখ মুজিব ও তাই করতে চেয়েছিরেন । করেছিলেন ও তাই । কিন্তু আজকের তারই উত্তরসুরিরা যা করছে তা জদি তিনি দেখতেন তাহলে তিনে যে কত লজ্জা পেতেন তা অনুমানের যোগ্য নয় ।

আসলে তার কাজকে অবেহেলা মানে তাকেই অপমান করা । কিন্তু তার উত্তরসুরিরা এটা বুঝতে সক্ষম নয় । তাদের একটাই উদ্দেশ্য । আর তা হল বিরোধীদের দমন যেভাবেই হোক করতে হবে । যা কথনো ভাল ফল বয়ে আনবে না ।

কারণ সকলেরই এখন যথেষ্ঠ জন সমর্থন রয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।