মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে ।
অবিরাম ফিরে দেখা
ঠিক এইখানটা তে বসে কথা হতো আমাদের
ঠিক এমন করেই তোমার চুল আর চুঁড়িগুলো কবিতা হয়ে যেতো
ঠিক এইভাবে হারিয়ে যেতাম আমি আর তুমি
ঠিক এইভাবে দুরন্ত হাইওয়ে টা আমাদের পাশ দিয়ে ছুটতো
কথা হতো কথার পিঠে তোমার মায়াবী কথায় অথবা কথার মায়ায়
ভুলে যেতে চাই আমি সেদিনের কথাগুলো
কারন কিছু কিছু যন্ত্রণার মুখোমুখি দাঁড়াতে ভয় হয় ।
এমন করেই তোমার ওড়নার গা বেয়ে দিন ছুটি নিতো রাতের উৎসবে
এমন করেই মুঠোফোন দুটো অবাক হয়ে শুনতো আমাদের কথোপকথন
এমন করেই কল্পনার কারাগার ভেঙ্গে পা টিপে টিপে হাঁটলো আমাদের প্রেম
এমন করেই রাতের নিস্তব্ধ শহর পেলো আরো একটি গল্প
গল্পগুলো আজ আমার বুকে অ্যাকিলিসের বর্শা হয়ে বেঁধে
পাঁজরভাঙ্গা কষ্টে আমার সব কিছু ভেঙ্গে পড়ে ।
ভালোবাসাকে আমি যেন মুহুর্তেই উপড়ে ফেলতে পারি
কালো কাপড়ে চোখ বেঁধে আমি রাতের আকাশকে বলি
আমি কিছুই দেখতে পাচ্ছিনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।