আমাদের কথা খুঁজে নিন

   

নদির বাঁকে


নদির বাঁকে সরসিজ আলীম নদি কিনারে বাতাস ঝাপায় সেইখানে থামে আমার বাবায় গাঁয়ের পাশটা ধনুক বাঁকা দু’ধারে তার পল্লব শাখা একটু গেলেই কাশের বন দূর্গা-অপুর ভাই ও বোন নাও চলে এ-গাঁও ও-গাঁও বাতাস ঠ্যালে পালের নাও চুলের পর বাতাস ঝাপায় নদিতে নামে আমার বাবায় ফিরছি আমরা সদলবল বাবার মন তয় ছলাৎছল ফিরছি আমরা পাখির ডানা মেঘ উড়তে করছি মানা তালের পাতায় রোদ থাকে ফিরে এলাম নদির বাঁকে ২৩.০৬.২০১০, ঢাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।