বাংলাদেশিদের নিয়ে এমটিভি’র অনুষ্ঠান নির্মাণ ও পরিচালনা করবে ক্রেইন্স লিমিটেড। এজন্য এমটিভি’র মালিক প্রতিষ্ঠান ভায়াকম ইন্টারন্যাশনাল মিডিয়া নেটওয়ার্কসের (ভিআইএমএন) সঙ্গে এই বাংলাদেশি প্রতিষ্ঠানটির একটি চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার করা ওই চুক্তি অনুযায়ী ক্রেইন্স এমটিভি’র এমটিভি হিট্স, চার্ট অ্যাটাক ও মাই সেলেব নামে অনুষ্ঠানগুলি বাংলাভাষী স্থানীয়দের নিয়ে প্রযোজনা ও পরিচালনা করবে।
ভিআইএমএন এশিয়া’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইন্দ্র সুহারজোনো গ্লিটজকে বলেন, “বাংলাদেশকে আমরা আমাদের নতুন গন্তব্য হিসেবে স্থির করেছি। আমরা বিশ্বাস করি এরকম সম্ভাবনাময় একটি দেশে আমাদের যাত্রা সঙ্গীতাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।”
এসব অনুষ্ঠান ছাড়াও একই নামে দর্শক ও স্থানীয় সঙ্গীত প্রতিভাদের নিয়ে বাংলাদেশে নানারকম প্রতিযোগিতার আয়োজন করবে ক্রেইন্স।
এতে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
ক্রেইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাবেত খান বলেন, “এমটিভি এশিয়া’র সঙ্গে আমাদের এই চুক্তি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের জন্য একটি নতুন এবং রোমাঞ্চকর পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস।”
বাংলাদেশে নির্মিত অনুষ্ঠান উপস্থাপনার জন্য ক্রেইন্স শিগগিরই একটি ভিজে সার্চ (অনুষ্ঠান উপস্থাপক) ক্যাম্পেইন শুরু করবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিকল্পনা ও বিপণন ব্যবস্থাপক এহসানুল হক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।