আমাদের কথা খুঁজে নিন

   

এমটিভি 'স্প্লিটস ভিলা' এবং কর্পোরেট হাঙ্গর

বুকের ভেতর বহুদূরের পথ.........
[বর্তমান এবং ভবিষ্যত কর্পোরেটদের জন্য অবশ্য পাঠ্য] এমটিভি 'স্প্লিটস ভিলা'। চরম ফালতু একটা অনুষ্ঠান। কিছু অর্বাচীন তরুণ-তরুণী অশ্লীল ভাষায় কথা বলে, একে অন্যের মুন্ডুপাত করে আর সর্বোপরি কারণে অকারণে শরীর প্রদর্শন করে। গত সিজনে কয়েকটা পর্ব দেখেছিলাম, গতানুগতিক অনুষ্ঠানগুলোর চেয়ে একটু আলাদা লেগেছিলো। কিন্তু এই সিজনে একেবারেই দেখা হয়নি।

কয়েকদিন হঠাৎ করেই চ্যানেল ঘুরাতে ঘুরাতে কিছুক্ষণ দেখে ফেললাম। মাথায় একটা আইডিয়া খেলে গেলো, আমার চেনাজানা কর্পোরেট জগতের সাথে এই প্রোগ্রামটার অনেক মিল খুঁজে পেলাম। আজ প্রায় ৬ বছর হলো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কর্পোরেটে আছি। চোখের সামনে কত জনের কত উন্নতি অবনতি দেখলাম। কেউ তরতর করে এগিয়ে যায়, কেউ পিছিয়ে পড়ে আবার কেউ টিকতেই না পেরে বিদায় নেয়।

এত দিন মনে হতো এক একজনের এক এক কারণ, কোন এক ফ্রেমে সবাইকে বাঁধা যায়না। কিন্তু আজ মনে হচ্ছে যায়। এমটিভির 'স্প্লিটস ভিলা' দেখে মনে হলো সবাইকে এক ফ্রেমেই বাঁধা যায়। আপনি যদি একজন তথাকথিত ভাল মানুষ হয়ে থাকেন তাহলে কর্পোরেটে আপনার উন্নতির দরজা বন্ধ। যদি কাজ জানেন তাহলে হয়ত কষ্টে সৃষ্টে যেখানে আছেন সেখানেই থাকতে পারবেন কিন্তু উন্নতি হবেনা।

অবশ্য না হওয়ারও কারণ আছে। উন্নতি হওয়ার সুযোগ (প্রমোশন) সীমিত কিন্তু ক্যান্ডিডেট অনেক। আপনার সামনে খোলা কেবল দুটো পথ- হয় নিজেকে বেশী যোগ্য প্রমাণ করা অথবা অন্যদের নিজের চেয়ে অযোগ্য প্রমাণ করা। উপায় দুটো অর্থের দিক দিয়ে কাছাকাছি মনে হলেও প্র্যাকটিকালি এদের মধ্যে দুস্তর ব্যবধান রয়েছে। বেশীর ভাগ কর্পোরেট প্রথম উপায় গ্রহণ করার কনফিডেন্স পায়না কারণ অনেকেই যোগ্যতা ছাড়া দুই নম্বরী রাস্তায় চাকরীতে ঢোকে।

তাই ভরসা পরেরটা, আর এখানেই প্রাসঙ্গিক হয় 'স্প্লিটস ভিলা'। 'স্প্লিটস ভিলা'র পাত্র-পাত্রীদের মত আপনাকেও বেছে নিতে হবে কর্পোরেটে আপনার মিত্র। পথের কাঁটাকে (সে প্রিয় বন্ধু হলেও) সরিয়ে দিতে আপনাকে হতে হবে নির্মম। প্রয়োজনে পিঠে ছুরি মেরে (যেহেতু এটা সহজ) হলেও তাকে ফেলে দিতে হবে। উন্নতির জন্য প্রয়োজনে ভাইয়ের খুনীর সাথেও হাত মেলাতে হবে।

ষড়যন্ত্রের জাল বিছিয়ে আস্তে আস্তে হাঙ্গরের মত খেয়ে ফেলতে হবে 'ভেড়া' গুলোকে। তাহলেই না হবে ক্যারিয়ারে উন্নতি। তরতর করে প্রমোশন হবে, সরসর করে বাড়বে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা। 'স্প্লিটস ভিলা' থেকে আরেকটা জিনিস শেখার আছে, কিভাবে একটা মানুষের দূর্বলতা গুলোকে খুব নির্মম ভাবে সবার সামনে প্রকাশ করে দিতে হয়। সাথে সাথে কত স্বাভাবিক ভাবে তা আবার হজম করতে হয় সেটাও প্রতিযোগীদের কাছ থেকে শেখা যায় (সবাই অবশ্য পারেনা)।

কর্পোরেটে হর হামেশাই এটা হয়ে থাকে। যারা সামনের দিনগুলোতে কর্পোরেটে আসবে, তাদের কাছে পরামর্শ থাকবে, বেশী করে 'স্প্লিটস ভিলা' দেখ, হাঙ্গর হওয়ার প্র্যাকটিস করো। ক্যারিয়ারে উন্নতি নিশ্চিত করো। আর যারা এটা পারবেনা.............তাদের কপালে আছে ভেড়াদের নিয়তি। হয় হাঙ্গরের পেটে যাবে নাহলে কোনমতে এক কোণায় নিজের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকবে।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।