আমি odesk account কিনতে চাই। আগ্রহী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করছি। শর্তগুলো মিলে গেলে তবেই যোগাযোগ করতে পারেন। Minimum 15-20 SEO related feedbacks. Minimum 100 odesk hours. Feedback score is negotiable with price for the account. আপাতত এই কয়েকটা শর্তই থাকল। আগ্রহী ব্যক্তিগণ আওয়াজ দিলে পরবর্তি ধাপে যেতে পারি। তবে দয়া করে এটাকে কেউ “Fun” হিসেবে নিবেন না। এ ছাড়াও, moneybookers account এ কারও টাকা দরকার হলে এবং moneybookers account এ হয়তো কারও ব্যালান্স আছে, কিন্তু ব্যাংক verification হয় নি এবং টাকা তার জরুরি দরকার, এই ক্ষেত্রে আমার moneybookers account টাকা পাঠিয়ে কেউ হ্যান্ড ক্যাশ নিতে আগ্রহী হলে আওয়াজ দিয়েন। ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।