আমাদের কথা খুঁজে নিন

   

চুমা and ব্যবসা

আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা আজকে একটা ম্যাগাজিনে পড়লাম কাউরে চুমু দিলে নাকি তার শরীরে 0.1V ভোল্টেজ উৎপন্ন হয়। এর মানে ১০০ টা চুমু দিলে উৎপন্ন হবে 10V ভোল্টেজ। আইডিয়াটা কিন্তু খারাপ না। ভাবতেছি ধানমন্ডি লেকে যত কাপল বইব সবগুলারেসিরিজে বাইন্ধা কমু,"নে এইবার একজন আরেকজনরে যত খুশি চুমা।

" ডেইলি ঐখানে কমকইরা হইলেও ৫০০ কাপল বসে। গড়ে যদি ১০০ টা কইরাও চুমা দেয় তাইলেও ৫ কিলোভোল্ট। অর্থাৎ প্রায়৩৫০০ অলিম্পিক ব্যাটারি চার্জ দেওয়া যাইব। " ৫০০ টা কাপলরে সিকিউরিটির পাশাপাশি একটা পেপসির বোতল গিফট। ১৫ টাকা কইরা পড়ব তাইলে।

আর পুলিশ'রে দিন প্রতি ২০০০ টাকা কইরা দিলাম। ব্যাটারির কেসিং পাইকারে কিনতে লাগব ১ টাকাকইরা। আর বাকি আনুষাঙ্গিক ৫০০ টাকা প্রতিদিন। এর মানে প্রতিদিন খরচ পড়ব ১৫*৫০০+২০০০+৩৫০ ০+৫০০= ১৩৫০০ টাকা। একেকটা ব্যাটারি ৫ টাকা কইরা বেচলে পামু ৩৫০০*৫= ১৭৫০০ টাকা।

তাইলে ডেইলি লাভ ১৭৫০০-১৩৫০০=৪০০ ০ টাকা। এর মানে মাসে ৪০০০*৩০=১,২০,০০০ টাকা। এলাকার নেতা আর চেলাচামুন্ডারে খুশি করারলাইগ্যা দিলাম ২০,০০০ টাকা। হাতে থাকল ১ লাখ। এর মানে বছর ঘুরতে না ঘুরতেই মিলিওনিয়ার।

হামকো ব্যাটারির লগে কম্পিটিশন দিয়া বানামু চুমকু ব্যাটারি। হুদাই চাকরি কইরা কি করুম। ব্যবসাই করুম। আপাতত এরচেয়ে ভাল আর কোনো বুদ্ধি আইতেছে না মাথায়। কি কন? From Facebook... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.