পাড়াতো ভাই
ইটিএস শেষ পর্যন্ত জিআরই'র বর্তমান ফরম্যাটে পরিবর্তন আনতে যাচ্ছে। আগস্ট'২০১১ থেকে তা কার্যকর হবে। এনালজি,এন্টনিম পুরা বাদ। সেনটেন্স কম্প্লিশন মোটামুটি আগের মতই থাকবে(তবে ৬টা অপশন থাকবে,কারেক্ট এনসার হবে দুইটা ),টেক্সট কম্প্লিশন নামে একটা নতুন জিনিশ চালু হবে(একটা প্যারাগ্রাফ থাকবে,তিনটা ব্লাঙ্ক থাকবে,প্রতিটা ব্লাঙ্ক এর জন্য তিনটা অপশন থাকবে),রিডিং কম্প্রিহেনশন অনেকগুলা থাকবে(তবে ছোট আকারের)।
ইটিএস বলছে,তারা শুধু ভোকাবুলারির উপর জোর না দিয়ে সেনটেন্স বোঝার উপর বেশি গুরুত্ত আরোপ করতে চাচ্ছে।
তাই এনালজি,এন্টনিম বাদ। আমারো তাই মনে হয়। ইংলিশ পড়ে বোঝার ক্ষমতা যার ভালো,তার জন্য নতুন ফরম্যাট ইজি হতে পারে।
তবে আমার ধারনা ছিল,ক্রিটিকাল রিজনিং হয়ত নিয়ে আসতে পারত। এটা ছাড়া কারও রিডিং এবিলিটি সম্পরকে পরিষ্কার ধারনা পাওয়া সম্ভব না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।