ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! "চালাইতে পারলে ৪ ইঞ্চি যথেষ্ট, অন্যের ৭/৮ ইঞ্চি দেখে হায় হুতাশ করে কোন লাভ নেই ভায়া ইঞ্চিতে কাজ হয়না, কিভাবে চালাতে হয় সেটা জানতে হয়... " কোনটা লম্বায় দীর্ঘ হয়...কোনটা প্রস্থে...এখন আপনে তেল দিয়ে কাজ করবেন নাকি তেল ছাড়া অন্য কিছু দিয়ে কাজ কর্বেন সেটা জানাটাই হইল আসল...সাইজে আর কি হয়!!! মজা লাগছে কি না সেটাই ম্যাটার! ********************************************* ********************************************* ********************************************* কথা হইতেছিল বেগুন নিয়া...লম্বা বেগুন আর মোটা বেগুন... মোটা বেগুন আপনে তেল দিয়ে ভেজেই খেয়ে ফেলতে পারবেন...সাথে একটু হলুদ আর লবন দিলেই হবে...মজার একটা রেসিপি হয়ে যাবে ব্যাচেলর লাইফের জন্য! এইখানে সাইজ কোন ব্যপার ই না...মোটা হয়েছে দেখে কি হয়েছেয়াপনে পাতলা করে কেটে নিবেন! আর লম্বা বেগুনকে আপনে মোটা বেগুনের মত ভাজি কর্তে পার্বেন না...কর্লেও মশলাপাতি বেশী দেওয়া লাগবে... সেটা পরে ভুনা তরকারি হয়ে যাবে যার সাথে মাছ (যে কোন প্রকারের না দিলে মজা লাগবেনা)আর লম্বা বেগুনকে কাটতে হবে ছোট ছোট করে... লম্বা বেগুন দিয়ে আপনি শুটিকি থেকে শুরু করে ঝোল তরকারিও রান্না কর্তে পার্বেন...যা সুস্বাদু হইবে... কিন্তু লম্বায় ছোট প্রস্থে বড় সেই বেগুন দিয়ে শুটুকি আর ঝোল তরকারি তেমন মজা লাগবেনা... সুতরাং রান্না ঘরে যাবার আগে/বাজারে যাওয়ার আগে জেনে নিন আপনের পছন্দ কোনটা...প্রস্থ বেশীওয়ালাটা নাকি লম্বা বেশীওয়ালাটা! প্রয়োজন হইলে ঘর ওয়ালির সাথেও আলাপ করে নিতে পারেন...(যদি থাকে!) ***স্ট্যাটাসটা প্রথমে অশ্লীল মনে হয়নাই আপনের? রসদার চটি পরে থাকলে(যেটা আন্তর্জালে পরেনাই এমন লোক পাওয়া মুশকিল) অথবা মসলা সম্পর্কে ধারনা থাকলে অথবা হুদাই প্রথম দেখাতে আপনের মনে কি হবেনা আমি ফান কর্তেছি? পরে তরকারি নিয়া যাই লিখিনা কেন...প্রথমে মজা লইতাছি এইটা কি মনে হইবেনা? তারপরে নিশ্চয় আপনেও ফান করেই কমেন্ট কর্বেন...কর্তেই পারেন...ফেসবুকে ফ্রেন্ড যেহেতু...ফান করার অধিকার তো আপনের আছেই... আর কথাগুলো কি ইংগিতপূর্ন নয়? আপনে নিতান্তই বোকাচোদা না হইলে বলবেন না এইখানে কোন ইংগিত নাই... বোকাচোদাদের জন্য সহমর্মিতা প্রকাশ কর্ছি...সারাজীবন এইরকম বোকাচোদার মতই থাইকেন! স্ট্যাটাসের প্রথম দুইলাইন আরেকজনের স্ট্যাটাস থেকে নেওয়া...এই দুই লাইনের জন্য তারকাছে কৃতজ্ঞতা! আবারো কইতাছি...সাইজ কোন ব্যাপার না... লম্বা মোটাও কোন ফ্যাক্ট না... আপনে কিভাবে রান্না কর্তাছেন সেইটাই ফ্যাক্ট! জয়বাংলা চুতিয়া হওয়ার আগে নিজেরে সামলা! সময়কাল গতরাত ১২.৪০ ********************************************* দেখেন আমার এখানে তো ৩ সাইজের হয়...আমি দেখেছি সব সাইজ ই... আপনের ভাগ্যে যেটা ছিল আপনে সেটাই পেয়েছেন... আরেকজনেরটা বড় না ছোট সেটা নিয়ে অযথা চিন্তা করে কি ফায়দা? এটা এমন ই এক জিনিষ যেটা আপনে চাইলে বড় ছোট কর্তে পার্বেন না...উপরওয়ালাই এইভাবে বানিয়েছেন এটাকে... কোনটা বড় কোনটা ছোট! মাঝারি সাইজের ও হয়...তবে মেপে দেখার সুযোগ হয়না কারো ই।! ছোট আর বড়... এভাবেই আমরা জেনে এসেছি! এখন আপনে যদি ব্যাচেলর হোন তখন কিছুটা চিন্তা হতেই পারে...স্বাভাবিক! কিন্তু বিয়ের পরে এইসব নিয়ে একদম ই আপনার ভাবতে হবেনা জনাব... ঘর ওয়ালি ই সব ম্যানেজ করে নিবে... সুপারশপ গুলিতে প্যাকেট আকারেই পাওয়া যায়... তবে মফস্বল আর গ্রামে মনে হয় খোলা ই রাখে! একটু দাম কম আর বেশী...বড়টার দাম একটু বেশী হয় সব জায়গায়... এখানেও বেশী...তারপরেও যখন টাকার শট থাকে তখন ছোটটাও কেনা হয় আমার...স্বাদ তো ব্যাচেলরদের জন্য এক ই...কোন পরিবর্তন নাই! তেল আর পেয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে ফেলা... তারপর শুধু ভাতের সাথে কোনরকমে গিলে ফেলা... তবে ব্যাচেলর লাইফ শেষে এটাই আবার অনেক মজাদার খাবারে রুপ নিতে পারে...সেটা আপনের বৌয়ের পাকাহাতের ব্যাপার! সে যদি পাকা রাঁধুনি হয় তাহলে আপনের লাইফ পুরাই ফকফকা! তখন এই ছোট বড় ডিম কোন ফ্যাক্ট ই না... কত পদের রেসিপি যে শুধু ডিম দিয়েই বানাবে আপনের ঘরণী...আপনে অবাক হয়ে যাবেন আর তার গুন গাইতে থাকিবেন! তখন আর ব্যাচেলর লাইফের জন্য আফসুস থাকবেনা! ডিম নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ... শুভরাত্রি... খারাপ কিছু ভেবে বসবেননা যেন আবার আমাকে! সময়কাল ৩ঘন্টা আগে! ### নগ্নতা ই অশ্লীলতা নয়! অশ্লীল ইংগিত ও সবসময় অশ্লীল হয়না। সেখান থেকেও অনেক কিছু শেখা যায়। কিন্তু সেই শিক্ষাকে মানুষ কিভাবে নেয় সেটাই ম্যাটার......বুঝতে হবে ভাই! একটি রেসিপি পোস্ট!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।