আমি বাংলার গান গাই , আমি বাংলার গান গাই , আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজেঁ পাই।
আজ বিকাল বেলা ছাদে গেলাম । অনেকদিন ছাদে যাত্তয়া হয় না। শত ব্যস্ততার মাঝে আমি যেন হারিয়ে যাচ্ছি। অনেক দিন পড় ছাদে এসে আনেক ভাল লাগছে ।
অনেক বাতাস বইছে। বাতাসে আমার চুল গুলো উড়ছে। কিছুক্ষন পড় সূর্য ডুবে যাবে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি । আকাশটা পূর্ন নীল হয়ে আছে।
দেখতে ভাল লাগছে। কেউ একজন এই অকাশটা অনেক পছন্দ করে। জানি সে এই আকাশ দেখছে কিনা। তবু্ত্ত আনমনে আমার অতীতের কথা মনে পড়ে যায়। এই থেকে আমরা কেউ কখণো মু্ক্ত কি হতে পারি না।
ছাদের এক চিলতে দাড়িয়ে আছি আমি। আর ভাবছি এই পৃথীবি তে আমরা আসলে অনেক একা। আমরা এই পৃথীবিতে এসেছি একা যাব একা তাই নয় কি । কিন্তু এই কিছু সময় আমার মানুষের সাথে চলি । কেউ আপন কেই পর হয়ে থাকি।
কিনত্তু একটা সময় আসে যখন সব মানুষগুলো কেমন করে যেন দুরে চলে যায়। এটা সত্যি যে সুসময় অনেক মানুষ আসে । কিন্তু অসময় কেউ আসে না। এটা কোন নীতি কথা না। এটা একধুম বাস্তব্য।
কি ভাবছি আমি এগুলো । আমার কি মাথা ন্ষ্ট হয়ে গেছে। কিছুক্ষন নীল আকাশের দিকে তাকিয়ে খাকলাম । আকাশের মাঝে এমন কিছু আছে যার জণ্য মনটা ভাল হয়ে যায় । আমার মনটা ভাল হয়ে গেলে ।
মাথার মধ্যে একটা রবীন্দ্র ঘুরছে- আমি কান পেতে রই, আমি কান পেতে রই ত্ত আমার আপন হ্রদয়…….. কোন হাসির কথা …..কোন কান্নার কথা শুনি……………… আমি কান পেতে রই…….
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে
আমি কান পেতে রই
কোন্ গোপনবাসীর কান্নাহাসির
গোপন কথা শুনিবারে– বারে বারে। ।
ভ্রমর সেথা হয় বিবাগী
নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্ রাতের পাখি গায় একাকী
সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে। ।
কে সে মোর কেই বা জানে,
কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
মাঝে মাঝে তার বারতা
আমার ভাষায় পায় কি কথা
ও সে আমায় জানি পাঠায় বাণী
গানের তানে লুকিয়ে তারে বারে বারে। ।
সবাই গানটি পাবেন এখানে- আমি কান পেতে রই.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।