আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সে গুগলের প্রায় সব সার্ভিস

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
বর্তমান সময়ে গুগল অতি জনপ্রিয়। গুগল সম্পর্কে বিস্তারিত বলার হয়তো প্রয়োজন হবে না। কারণ অভিজ্ঞ বা অনভিজ্ঞ কম বেশী সবাই গুগলের সার্ভিস সম্পর্কে জানেন। যদিও বলি কি কি সার্ভিস এর ভেতর উল্লেখযোগ্য? তাহলে হয়তো আমরা বলল সার্চ, ইমেইল, গুগল আপডেট, গুগলআর্থ ইত্যাদি। আর অন্যদিকে ফায়ারফক্সও একটি অতি জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। আর ফায়ারফক্সে গুগলের জন্য GButts - All Google Services at a glance নামে একটি নতুন এডঅন বের করেছে। এই এডঅন এর কল্যাণে আমরা গুগলে অব্যবহৃত সার্ভিস সম্পর্কে জানতে পারব এবং উক্ত সার্ভিসগুলো থাকবে নিজের হাতে। আর কত মনে রাখব বলেন? ইন্টারনেট তো ছোট-খাটো বা ১০০-২০০ টা পেজ না! প্রায় ১ কোটিরও অধিক পেইজ রয়েছে ইন্টারনেটের বুকে। ডাউনলোড করুন : Click This Link বিশেষ দ্রষ্টব্য : উক্ত পোস্টটি এর আগের আমার নিজের লেখায় http://cae.com.bd এ পোস্ট করা হয়েছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।