আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সে নিরাপত্তা ত্রুটি, ব্যাবহারকারীরা সাবধান…

বিকল্প গণমাধ্যম দীর্ঘজীবি হোক!

জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্স ব্যাবহারকারীদের কম্পিউটারে হ্যাকাররা তিকর প্রোগ্রাম ইনস্টল এবং সকল তথ্যের নিয়ন্ত্রন নিতে পারবে হ্যাকাররা। সম্প্রতি ফায়ারফক্সের এ নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় জার্মানীর ইন্টারনেট ব্যাবহারকারীদের এ ব্রাউজার ব্যাবহারে সতর্কতা জানিয়েছে দেশটি। জার্মানীর ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি গত জানুয়ারিতে মাইক্রোসফটের ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর একই ধরনের সতর্কতা জারি করেছিল। গত সপ্তাহে ফায়ারফক্সের এ নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রশ্ন উঠলে এ ত্রুটির কথা স্বীকার করেন মজিলার ডেভেলপাররা। একটি ব্লগ পোস্টে তারা জানান, ত্রুটি দূর করার জন্য শিঘ্রই ফায়ারফক্সের নতুন পূণার্ঙ্গ সংস্করণ বাজারে আনছি আমরা।

এ নিরাপত্তা ত্রুটি কেবলমাত্র আমাদের বর্তমান সংস্করনেই ধরা পড়েছে। আমাদের পরবর্তী সংস্করনগুলো অবশ্যই এ নিরাপত্তা ত্রুটিগুলো থেকে মুক্ত থাকবে। তাই ফায়ারফক্সের নতুন সংস্করন নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগের কিছু নেই। মজিলা কর্তৃপ ইতিমধ্যে ফায়াফক্সের ৩.৬.২ পরীামূলক সংস্করন বাজারে ছেড়েছে। এ মাসের শেষ দিকে এর পূর্ণাঙ্গ সংস্করণ ৩.৬ বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মজিলা।

বাজারে ছাড়ার পর মজিলার ওয়েবসাইট থেকে বিনামূল্যে নতুন সংস্করণটি ডাউনলোড করা যাবে। ফায়াফক্সের বর্তমান পরীামূলক সংস্করণটি ডাউনলোড করা যাবে এই ঠিকানার ওয়েবসাইট থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।