আলো আসে না আমার ঘরে
সুখ জ্বর
উৎসর্গঃ জয়ী ( যে আমাকে বৃষ্টিতে ভেজা শিখিয়েছিলো )
আর কোনো অনুরোধ নয়,
নয় কোনো আয়োজন
পৃথিবীর পথে তুমি আমি পথিক
যদি কোনোদিন ঘূর্ণনের সূত্রে
আমাদের দেখা হয়ে যায়
সেদিন রচিত হবে আর এক ইতিহাস !
তোমার নাম লিখে রাখবো
হৃদয়ের বুক পকেটে ।
হারতে চাইলেই হারানো যায় না
কোনো কোনো জায়গায়
হারার মধ্যেই জিত থাকে
তুমি বোঝো নাই;
জেতার নেশায় ভুগছো তুমি
জয়ী হয়েছো তাই ।
তোমার ঐ মাথা উঁচু চলা
নিজের উপস্থিতিকে বড় করে তোলা-
ভাল্লাগে । কেননা এতেই তুমি সুখী
তোমাকে সুখী দেখে আমিও সুখী
শরীরে ভর করেছে সুখ জ্বর
আমি পুড়ছি সুখে, জ্বলছি সুখে ।
নাঈম মাহমুদ
০৮.০৬.'০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।