I am waiting for someone and I know she will ever come.
প্রতি ঈদে ফ্যাশন হাউজগুলো অভিনব ডিজাইন ও স্টাইলের পোশাক কলেকশন ও বিপণন এবং প্রচারণা নিয়ে ব্যাপক ব্যস্ত থাকে। এবারো সে ধারা অব্যাহত আছে। বিভিন্ন সময় এই বঙ্গদেশে রঙ্গ করে বিদেশী তারকার সাথে পোশাকের নাম জুড়ে দিয়ে বঙ্গ রমনীর টাকার ব্যাগ পঙ্গু করা হয়েছে, হচ্ছে, হবে হতেই থাকবে।
বাজারে আগত নতুন পোশাক বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে এমনভাবে প্রচার করা হয় সেটা না পড়লে যেন সম্মর্টত্বই থাকে না এই ধারণা তরুণ প্রজন্মের বহুপুরানা। তাই তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা স্মার্টত্ব টিকিয়ে রাখার জন্য হাল হকিকত বজায় রাখার জন্য, নিজেকে আপডেট রাখার জন্য হুমরি খেয়ে পড়ে সেই নতুন ফ্যাশনের পোশাক কেনার জন্য।
এটা শুধু বঙ্গদেশে না তারুণ্য দোষে গোটা পৃথিবীতেই এটা লক্ষ্য করা যায়। তরুণ প্রজন্মের এই আবেগী মানসিকতাকে পুঁজি করে বহুকাল ধরে স্বার্থান্বেষী ধনিক ব্যবসায়ীরা ব্যবস্যা কর আসছে।
বিভিন্ন সময়ে এদেশে তারকার নামে, চরিত্রে নামে, সংলাপের নামে পোশাক বের হয়েছে যেমন সানিয়া মির্জা, ক্যাটরিনা, কারিনা, মাচাকাল্লি, পাগলু ইত্যাদি। সেই ধারাবাহিকতায় এবার ঈদে বের হলো সানি লিওন ড্রেস।
কিশোরী মেয়ে তার বাবার কাছে আবদার করে বলছে, আব্বু .. আব্বু.. এবার ঈদে কিন্তু আমাকে সানি লিওনের ড্রেস কিনে দিতেই হবে।
বাবা মেয়ের কথা শুনে মনে মনে জিহ্বায় কামড় দিয়ে ভাবছে আমার মেয়ে কি তাহলে কিশোরী বয়সেই খারাপ হয়ে গেল। তা’নাহলে অন্ধকার জগতের পর্নোস্টার সানি লিওনের নাম জানলো কি করে...!! তাছাড়া সানি লিওন তো কোন ড্রেসই পড়ে না। আমার মেয়ে তাহলে সানি লিওনের কোন ড্রেস পড়বে...!!
হায় রে বাণিজ্য.. অর্থনীতি..স্বার্থনীতি মিডিয়া রে. এরা বিতর্কিত-কলঙ্কিত-উলঙ্গিত পর্নো তারকা কেউ পরিবারের কমলমতি শিশু-কিশোরদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
এখন বাবা যদি মেয়েকে জিজ্ঞেস করে সানি লিওন কে তুমি চেন..?
মেয়ের উত্তর কি হবে..!!
সজিব তৌহিদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।