আমাদের কথা খুঁজে নিন

   

বলিভিয়ায় কারাগারে দাঙ্গা, নিহত ২৯

বলিভিয়ার পূর্বাঞ্চলের সান্তা ক্রুজ শহরের পালমাসোলা কারাগারে কয়েদিদের দুই পক্ষের দাঙ্গার পর সৃষ্ট আগুনে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৫০ জন। 

গতকাল শুক্রবার এ সংঘাতের ঘটনা ঘটে। 

কারাগারের পরিচালক রামিরো লানোস নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, আহতের মধ্যে ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক। 

স্থানীয় পুলিশ প্রধান জর্জ অ্যারাচেনা জানিয়েছেন, শুক্রবার সকালে একজন কয়েদি অন্য কারাগারে অন্য একটি সেলে যাওয়ার চেষ্টা করলে এ সংঘাত শুরু হয়। তারা একটি প্রপাইন গ্যাস ভর্তি ট্যাংকের বিস্ফোরণ ঘটালে সেখানে আগুন লেগে যায়। 

এদিকে, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

উল্লেখ্য, ওই কারাগারে পাঁচ হাজার কয়েদি ছিল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।