বলিভিয়ার কার্নিভাল উৎসবে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এদের মধ্যে কমপক্ষে ১৫ জন সংঘর্ষে নিহত হয়েছেন বলে বুধবার দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমিও জানান, পুলিশ কার্নিভাল চলাকালে ৭০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। নিহতদের মধ্যে ৩৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
চারদিনের এই কার্নিভাল উৎসব মঙ্গলবার শেষ হয়েছে। প্রতিবছর এ উৎসবে হাজার হাজার মানুষ যোগ দেয়। সূত্র: এএফপি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।