আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে সুন্দরী সেজে ব্ল্যাকমেইল : মার্কিন তরুণের ১৫ বছর জেল



সামাজিক যোগাযোগের সবচে বহুল ব্যবহৃত ওয়েবসাইট ফেসবুকে সুন্দরী মেয়ে সেজে ক্লাসমেট ও অন্যান্য ছেলেদের সাথে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক মার্কিন তরুণকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের আদালত। ওই তরুণের নাম অ্যান্থনি স্ট্যানসেল। থাকে উইসকনসিনে। একটি মেয়ের নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সেখানে এক সুন্দরীর ছবি আপলোড করে। এরপর সে ছেলেদের নিকট থেকে ফেসবুকে একের পর এক বন্ধুত্বের আমন্ত্রণ পেতে থাকে।

এই সুযোগটি কাজে লাগায় স্ট্যানসেল। মেয়ের ভান করে সে পুরুষ বন্ধুদের সঙ্গে ভাব জমাতে থাকে। অনেকে তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রথমদিকে একটু ভনিতা করার পর ধীরে ধীরে প্রেমের প্রস্তাবে সাড়া দেয়। এভাবে একসাথে অনেকের সঙ্গে প্রতারণা চালিয়ে যায়।

এক পর্যায়ে ওইসব ছেলেদের কাছে স্ট্যানসেল তাদের নগ্ন ছবি চায়। এমন সুন্দরী মেয়ে তাদের নগ্ন ছবি চাইছে দেখে তারা ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দেয়। অনেকে আবার ভিডিও করেও পাঠায়। এরপর স্ট্যানসেল সেসব ছবি নিয়ে শুরু করে ব্ল্যাকমেইল। অর্থ আদায় ছাড়াও সে ওইসব ছেলেদের বিকৃত যৌনাচারে বাধ্য করে এবং সেগুলো ভিডিও করে।

তার কথা না শুনলে যেসব ছবি আছে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। মার্কিন পুলিশ ইতিমধ্যে ৩১ জনের তথ্য পেয়েছে যারা স্ট্যানসেলের ব্ল্যাকমেইলের শিকার হয়েছে। তার কম্পিউটার থেকে গোয়েন্দারা ফেসবুক ব্যবহারকারী তিন শতাধিক পুরুষের নগ্ন ছবি উদ্ধার করা হয়েছে। আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৫ বছর কারাদণ্ড দেয়া হয়। -সিডনি মর্নিং হেরাল্ড


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.