নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
পিতৃসম মানুষটি একদিন
বিশ্বাসহন্তা চুম্বনে নষ্ট করেছিল তোমার জমানো ইচ্ছে গুলো, তার কষ্টটা সেরে যায় নি সময়ের মলমে
আজ অবেলায় নীরবে কাঁদছো তুমি
পুষ্পময় বৃক্ষের কন্টক জড়িয়ে,
সংস্কারের মাটিতে অন্যদের মতই আগলে রেখেছিলে দেহের প্রসূন,
গোপনে, ধুসর আসমানে তুলট মেঘে যদি আসে
ঘোড় সওয়ার রূপকথার বর
ঝরে গেছে পাপড়ি তার, আহত বৃন্তমূল থেকে পরাগ কেশরে
গভীর রাতে একাকী সন্তর্পনে, ওপরে ছাদ শ্যাওলা দুর্বাঘাস, তারও ওপরে সতী সপ্তঋষীর ভোগ্যা অরুন্ধূতী, প্রতিরাতে ডুবে যায় আবার ফিরে আসে । দু' হাত বৃষ্টিছত্র নয়, দু' হাতের প্রস্থ ছাপিয়ে - আঙুলের চিরল গলিয়ে ক্রমাগত বয়ে যাচ্ছে জল ।
এই যে পুর্বপুরুষের ঐতিহ্যের আরাম কেদারা, কত ক্লান্ত দেহের আশ্রয়, বংশ পরম্পরায় কতজন কে অশান্তি থেকে পালকীর মত বয়ে নিয়ে গেছে অমৃত স্বপ্নের শহরে । সেই কেদারায় বিবর্ণ কাফনের জামায় শুয়ে আছে একটি অর্ধমৃতদেহ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।