.
তুমি কি নব সৃষটির
সা্রথক প্রতারক,
নাকি আরেক সিরাজের
নতুন চরিএ ঘষেটি ।
মনে হয় তুমি-
অনাদিকাল ধরে ইতিহাস হয়ে থাকবে;
কারণ, তুমি '' সময়ের শ্রেষট ছলনাময়ী''।
তুমি কি নারি তাই যদি হয়-
তুমি মায়ের নিঃসার্থ প্রণয়ের কথা,
স্নেহ সুলভ মাতৃতের কথা শোননি ;
মাতৃ্ত কি তো্মার জীবন থেকে
মুছে গেছে । সেদিন বুঝিনি,
তো্মার সেই দূ্রবল চাহনীতে ছিল আগুন,
হ্নদয়ে ছিল ছলনার বেড়াজাল/ বিষ বাষপ।
যদি প্রতারক বলি –
তাহলে কি বাড়িয়ে বলা হবে
বোধ হয় না,
তুমি তো জীবন নিয়ে খেলতে শিখেছ,
জীবনের সো্নালী সপ্নকে
ঠেলে দিয়েছ অসৎ আনন্দের মাঝে।
মাটির পৃথিবীতে –
অনেকতা সময় কাটিয়ে দিলে্
বানিয়ে মিছে “অভিনয়ের ভেলা”।
যদি বিশবাস ঘাতক বলি
তাহলে কি দুঃখ পাবে-
হয়ত ভাল লাগবে-
একটা সুন্দর জীবনের সরল বিশাস কে দিয়ে
তুমি যে নেশায় মেতে ছিল্
তা সতি্যই কালজয়ী-
ভুল হবে না;
একটা জীবনের নীরব চাওয়াকে তুমি
ছলনার জাল দিয়ে ঢেকে দিলে।
আর ক্ত খেলবে জীবন নিয়ে।
বাহ! অভিনেএী বাহ!
তুমিই সময়ের শ্রেষট সন্তান।
তুমি না প্রতারণার জাত/ ছলনার জাত
তো্মার অনেক গুণ,
তুমি রাখবে কোথায়?
হ্নদয়ের শিরা-উপশিরায়
একটা প্রতারণার বুক পকেট-বানিয়ে নিত্ত।
অনেক দিয়েছে বন্ধু
ফেলে আসা দিন গুলোতে।
আর তাই-
সবিনয়ে যদি তোমাকে “সভ্যতার ভদ্র জারক”বলি
তাহলে কি প্রচণড অপরাধ হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।