আমাদের কথা খুঁজে নিন

   

দেখছেন? জার্মানী কী খেলা দেখাইল!!



গত কাল আমি পোস্ট করেছিলাম জার্মানী জিতবেই। তার পর খেলা!! কী খেলা না দেখাইল। আবার চার চার টা গোলললল। আবার সবচেয়ে ইয়ঙগেস্ট ক্যাপটেইন। বালাক নাই তাতে কী?? স্ট্রংগেস্ট টিম!! সুতর্াং যারা অন্য দল সাপোর্ট করেন তাড়াতাড়ি চলে আসেন্ কাউকে কিছু বলবনা।

আমাদের সার্পোটাররা আপনাদের সাদরে গ্রহণ করবে। আমরাও বলবো আপনারা জার্মানী সাপোর্ট করতেন! তবে দুঃখের কথা হইল বাসায় টিভি নাই। গরীব মানুষ। ইন্টারনেটে দেখতে চাইছিলাম, খেলা শুরু হবার ১০ মিনিটি আগে ইন্টারনেট লাইন গন করলো। রাগে দুঃখে ঘুমাইয়া পরলাম।

সকালে উইঠ্যা দেহি চাররররর টা গোাললল!! তার পর পোস্ট কি যে মজা লাগলো!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।