"...কোন মানুষকেই তার কাজের জন্য বেশি প্রশংসা বা বেশি নিন্দা করা উচিত নয়। কারণ আমরা সকলেই অবস্থা, পরিবেশ, শিক্ষা, অভ্যাস, বংশগত ধারা ইত্যাদির উপর নির্ভরশীল..." -Lincoln
আজ কিন্তু অলোক কাপালি হিন্দি বলে নাই ; ইংরেজিই বলছে। তার ইংরেজির আগামাথা আমি বুঝি নাই। তাতে কী। হিন্দিতো আর কপচায় নাই। এতেই খুশি। উপস্থাপিকাও ইংরেজি বলছে; মাশাল্লাহ। তবে তিনি যথারীতি রেশমিতে আক্রান্ত ছিলেন। উন্মাতাল সাগরের ঢেউয়ের মত ভ্রুঁতে ঢেউ খেলাইছেন, শরীর নাচাইছেন, কোমরও দোলাইছেন। আপনারা দেখছেন?
সাবাস ঢাকা ওয়ারিয়র্স!! সাবাস!!
সংক্ষিপ্ত স্কোরঃ
ক্যাম্পস = ১৫১/৬
ঢাকা ওয়ারিয়র্স = ১৫৫/৪
Dhaka Warriors won by 6 wickets (with 8 balls remaining)
আব্দুন নূর তুষার দেখলে খুশি হইতো!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।