আমাদের কথা খুঁজে নিন

   

আনরিয়েল সিটি

ওলি

আমাদের দেশে ইদাণীং বিল্ডিং ভেঙ্গে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে । যমুনা সেতুতে বেশ কয়েকটি ফাটলের খবর পত্রিকায় এসেছে । সরকার না-কি এ নিয়ে আর্ন্তজাতিক আদালতে মামলা করার চিন্তা-ভাবনা করছে । কিন্তু, লল্ডণ ব্রীজের তো অনেক আগেই ভেঙ্গে পড়ার কথা । লণ্ডন ব্রীজ কি ভেঙ্গে পড়েছে ? টি এস ইলিয়ট বহুকাল আগে লিখেছিলেন : I sat upon the shore Fishing, with the arid plain behind me Shall I at least set my lands in order? London Bridge is falling down falling down falling down. যে ব্রীজের উপর দিয়ে হেটে যেতেন সেকসপীয়র, তা কিভাবে ভেঙ্গে পড়বে ? বাস্তবে কি লণ্ডণ ব্রীজ ভেঙ্গে পড়েছে ? না, ভেঙ্গে পড়েনি ? Click This Link উন্নত দেশগুলোর ব্যবস্থাপনা উন্নততর এবং লণ্ডন শহরও তার ব্যতিক্রম নয় ।

লণ্ডন ব্রীজ ভেঙ্গে পড়েনি কিংবা তাতে ফাটল ও ধরেনি । কিন্তু, কবি কেন লিখলেন ? আসলে কবি বুঝিয়েছেন স্পিরিটের ভেঙ্গে পড়ার কথা। হৃদয় ভেঙ্গে পড়লে কাঠামোর প্রয়োজন কি ? এমনকি লন্ডন শহর ও তার কাছে মৃত । লণ্ডন তার কাছে 'অবাস্তব নগরী' । তাইতো কবি লিখেছেন : Unreal City, Under the brown fog of a winter dawn, A crowd flowed over London Bridge, so many, I had not thought death had undone so many. ঢাকা শহরের কাঠামোগত মৃত্যু নিয়ে আমরা চিন্তিত ।

কোটি মানুষের অপরিকল্পিত শহরে মৃত্যুর সাথে প্রতিনিয়ত বসবাস করে চিন্তিত না হওয়াই চিন্তার বিষয় । প্রধানন্ত্রী রত্নাদের বিয়ের ব্যবস্তা করেছেন ? ভালো উদ্যেগ নি:সন্দেহে ! কিন্তু, মুল সমস্যার খবর কি ? একটি বড় ভুমিকম্প হলে এই নগরির কি হবে ? কত লোক মারা যাবে ? বরিশালের অতিরিক্ত যাত্রিতে ঠাসা লঞ্চে উঠে মারা যাওয়ার ঘটন এখন যেমন গা-সহা হয়ে গেছে, ভবিষ্যতে অপরিকল্পিত নগরায়নের ফলে সংঘঠিত মৃত্যু বা হত্যাকাণ্ড কি এমনি গা-সহা ব্যাপার হয়ে যাবে ? কিন্তু, হৃদয়গতভাবে শহরটা কি রকম আছে ? শহরটা কি শুধু কাঠামোসর্বস্ব ? অবাস্তব নগরীর মৃত্যু নিয়ে কোন কবি কি চিন্তিত নন ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.