আমাদের কথা খুঁজে নিন

   

রম্যগল্পঃ এটা আপনার জন্য নয়



... ডিপার্টমেণ্টাল ষ্টোরের কাউণ্টারে দাঁড়াতেই চোখে পড়ল ওপাশের তাকে চকচকে একটা রামদা ঝোলানো। দেখেই বোঝা যায়, বেশ ধারাল। বিদ্যুতের আলোয় রীতিমতো ঝলকাচ্ছিল ইস্পাতের ব্লেডখানি। ঝুলানো অবস্থায় নিঃসন্দেহে সেটি একখানা মনোহর বস্তু; কিন্তু কেন-জানি যন্ত্রটিকে ভয় পেতে শুরু করলাম আমি। আতংক গোপন থাকল না আমার কণ্ঠে, ‘ভাই, করছেন কী’, দোকানদারকে বলেই বসলাম, ‘এমন একটা সাংঘাতিক হাতিয়ার এভাবে প্রকাশ্যে ঝুলায়ে রাখছেন!’ ‘এটা আপনার জন্য না,’ দোকানদারের গলার স্বর গম্ভীর ।

কী মনে করে রামদাটা নামিয়ে আনল সে, দুই হাতে আমার হাতে নাকের সামনে ধরে হঠাৎ বিকটভাবে ঘোরাতে শুরু করল যণ্ত্রটা। নিশ্চয় মজা করতে ভালবাসে লোকটা। কিন্তু এরকম একটি অনুমানের উপর ভরসা করে নিশ্চল থাকা বুদ্ধিমানের কাজ নয়। কায়দা করে একটা স্টিলের তাকের আড়ালে গুটিয়ে নিলাম নিজেকে, অন্ততঃ ভুলবশত আহত হবার সম্ভাবনাটুকু এখন আর থাকল না। এক মূহুর্ত মনে হলো, ব্যথিত হয়েছে দোকানদার লোকটা আমার আচরণে; কিন্তু নিমিষেই বদলে যেতে দেখলাম লোকটার অভিব্যক্তি--ক্রোধ ভর করেছে তার দৃষ্টিতে।

এতক্ষণে ভালভাবে খেয়াল করলাম লোকটাকে। বিশাল দেহ; আস্ত একটা ষাড়ের মতো দেখাচ্ছিল তাকে--চোখের মণি দু'টো কোটরাগত, লাল--ঠিকরে বেরিয়ে আসবে যেন এখুনি। নির্ঘাত ক্ষেপেছে লোকটা আজ আমার উপর। কিন্তু প্রাণপণে সেলসম্যানসুলভ আচরণ ধরে রাখল লোকটা, নিজেকে সংযত করল। রামদাটা আস্তে করে কাউণ্টারের উপর রেখে হিস হিস করে বলল, ‘কইলামই তো, এইডা আপনার জন্য না!’ রামদার গায়ে মনে হলো কিছু লেখা আছে, ঝুঁকে তাকাতে যেতেই লোকটা খামচি দিয়ে সেটা তুলে নিল।

কিন্তু ততোক্ষণে যা দেখার আমি দেখে ফেলেছি। হাতিয়ারটির চওড়া ব্লেডে গাঢ় কালিতে লেখা, ‘এটা আপনার জন্য নয়। এটা শুধু গরুদের জন্য। ’ হা হা করে হাসতে শুরু করল লোকটা আমাকে বোকার মতো তাকাতে দেখে, উন্মত্তের মতো রামদা ঘোরাচ্ছে--সাঁই সাঁই শব্দ উঠল বাতাসে। ছিটকে বেরিয়ে এলাম আমি দোকান থেকে, দোকানদারের হাসি তাড়া করে ফিরল আমাকে অনেকক্ষণ।

ভয়ে কলজে কাঁপছিল আমার, আর নিজেকে কেবলই স্বান্তনা দেওয়ার চেষ্টা করছিলাম এই বলে, বউ যে কথায় কথায় আমাকে গরু ডাকে, এই কথা আর কেউ জানে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।