আমাদের কথা খুঁজে নিন

   

রিমাণ্ড শেষ, আদালতে ঐশী

পিতা-মাতাকে হত্যার অভিযোগে গ্রেফতার ঐশীসহ তিনজনকে পাঁচ দিনের রিমাণ্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। আদালতের হাজত খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর বাবা মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে হত্যার ঘটনায় পল্টন থানা পুলিশ গত ১৮ আগস্ট ঐশীসহ তিনজনকে পাঁচ দিন রিমান্ডে নেয়। আদালত সূত্র জানায়, রিমাণ্ডে ঐশী দোষ স্বীকার করতে রাজি হওয়ায় তাকে আদালতে আনা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত ঐশীর জবানবন্দি রেকর্ড করবেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিবাগত রাতে পুলিশ দম্পত্তি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানকে তাদের চামেলীবাগের ভাড়া বাসায় হত্যা করা হয়। ১৬ আগস্ট সন্ধ্যায় তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ১৭ আগস্ট দুপুরে ঐশী পল্টন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ঐশী ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও-লেভেলের শিক্ষার্থী।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।