শাহবাগের শিশু পার্ক এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার সকালে রিমান্ডের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট এম এ সালাম। পুলিশ রিজভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল।
এর আগে শুনানির জন্য সকাল সাড়ে দশটার দিকে রিজভীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিএমএম আদালতে আনা হয়।
রিমান্ড আবেদন বাতিল করে রিজভীর জামিন চেয়ে শুনানি করেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সহ সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মোহসীন মিয়া, খোরশেদ মিয়া আলম, আবেদ রাজা, আব্দুর রাজ্জাক, বোরহান উদ্দিন প্রমুখ আইনজীবী।
গত ২৮ নভেম্বর শাহবাগের শিশুপার্ক এলাকায় গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ হত্যা মামলায় আসামি করা হয়েছে রুহুল কবির রিজভীকে। ৩০ নভেম্বর ভোররাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয় তাকে। ওইদিনই ঢাকার সিএমএম আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।