আমি শারিফ শাব্বির ঢাকা থেকে। পড়েছি সাংবাদিকতা আইইউবিতে। পড়াশোনা ইংলিশ মিডিয়ামের ও লেভেল-এ লেভেল। ইংলিশ মিডিয়ামের হলেও আমি কিন্তু বাংলা ভালই পারি।
বিশ্বকাপ ফুটবলের সাথে শাকিরার সম্পর্ক সেই ২০০৬ সাল থেকেই।
২০০৬ এর বিশ্বকাপের মূল অনুষ্ঠানে শাকিরার উদ্দাম নাচ আর গান নিশ্চয়ই এখনও অনেকের মনে আছে। আর তাই তো ফিফা এবারও শাকিরাকে না নিয়ে পারেনি। এবারের বিশ্বকাপের জন্যও শাকিরা গেয়েছেন একটি বিশেষ গান যার নাম “ওয়াকা ওয়াকা”। কিনানের গাওয়া “ওয়েভিং ফ্ল্যাগ” গানটির পাশাপাশি শাকিরার এই গানও পেয়েছেন ফিফার ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল সং এর খেতাব। তবে অনেকে বলছেন যে এই গানটি ফিফার অফিশিয়াল গান হিসেবে মর্যাদা পাবার যোগ্য নয় কারণ এই গানের কথা ও সুর বিশ্বকাপের আনন্দের সাথে মানানসই নয়, তাছাড়া এই গানের সুর আফ্রিকান একটি গান থেকে নকল করা হয়েছে - এমন অভিযোগও পাওয়া গেছে।
এতকিছুর পরও কিন্তু শাকিরার এই গান পেয়েছে বিপুল জনপ্রিয়তা। শাকিরার গান বলে কথা !! ইউটিউবে এর মধ্যে এই গানটি দেখেছে প্রায় সাড়ে চার লাখেরও বেশি মানুষ। বিশ্বকাপের কিক অফ কনসার্টে এবং মূল অনুষ্ঠানে শাকিরার এই গানে হাজার হাজার মানুষ তাল মিলিয়েছে।
বাংলাদেশেও মানুষের মাঝে এই গান নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। কিনানের “ওয়েভিং ফ্ল্যাগ” গানটি অনেকেরই দেখা হয়ে গেছে কিন্তু শাকিরার “ওয়াকা ওয়াকা” এখনও হয়ত অনেকেই দেখেনি, তাই যারা গানটি দেখতে বা সংগ্রহ করতে পারেননি তাদের জন্য এই লিংকগুলো পরিবেশন করা হলঃ
ইউটিউবে সরাসরি শাকিরার গান দেখার লিংকঃ http://www.youtube.com/watch?v=Wf_feqmOn_Q
এই গানের ভিডিও ডাউনলোড করার লিংকঃ Click This Link (ফরম্যাটঃ এফএলভি, সাইজঃ প্রায় ১৫ মেগাবাইট)
এই গানের অডিও ট্র্যাক ডাউনলোড করার লিংকঃ Click This Link (ফরম্যাটঃ এমপিথ্রি, সাইজঃ প্রায় ৩.৫ মেগাবাইট)
সম্পর্কিত পোস্ট দেখুনঃ ফিফা বিশ্বকাপ ২০১০ এর অফিশিয়াল সং কিনানের গাওয়া “ওয়েভিং ফ্ল্যাগ” (বাংলা অনুবাদ ও ডাউনলোড লিংক সহ)
যাবার আগে একটি কথা,আমি এবারের বিশ্বাকাপে আর্জেন্টিনার সমর্থক,আপনি কোন দলের সমর্থক তা কমেন্টে লিখতে ভুলবেন না!
*ঘোষণাঃ লিংকগুলো যদি কাজ না করে তবে এই জন্য লেখক দায়ী থাকবে না এবং কেউ অপ্রাসঙ্গিক কমেন্ট করলে লেখক তা মুছে ফেলার অধিকার রাখে।
সবাইকে ধন্যবাদ।
শারিফ শাব্বির
আমার ইমেইলঃ
আমার ফেইসবুকঃ http://www.facebook.com/kliptu
আমার টুইটারঃ http://www.twitter.com/kliptu
আমার গুগল বাজঃ http://www.google.com/profiles/sharifshabbir
আমার ওয়েবসাইট সমুহঃ
http://grou.ps/bdlinks
http://bdbuzz.ucoz.net
http://kotharbuli.blogspot.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।