সকল অন্ধকারের হোক অবসান
বিশ্বকাপ ফুটবল ২০১০-এ বহুল প্রচারিত ও জনপ্রিয় দুটি গান হলো ওয়েভিং ফ্লাগ এবং ওয়াকা ওয়াকা। দুটি গান লিখেছেন ও গেয়েছেন যথাক্রমে কেনান ও শাকিরা। গান দুটি ভাষান্তর করেছি বিশ্বকাপের শুরুতেই। বৈশাখী টেলিভিশনে সেগুলো যাচ্ছে গানের সঙ্গে, সাবটাইটেল হিসেবে। ব্লগারদের জন্য দুটো গানই এখানে দিলাম।
ওয়েভিং ফ্লাগ (আনঅফিসিয়াল থিম সং)
মূল: কে’ নান
ভাষান্তর: বিধান রিবেরু
মুক্তি দাও, আগুন দাও আমায়
হেতু দাও, নিয়ে যাও উচ্চতায়
দেখো বিজয়ী, নামো ময়দানে
ঐক্যবদ্ধ করো, করো গর্বিত
হাত তুলে আমরা, পথে পথে
সঙ্কোচ যেন যাচ্ছে কেটে
উল্লাসে আমরা যাচ্ছি ভেসে
সকল জাতি, আমাদের ঘিরে
চিরনবীন ধরো গান
সূর্যের নীচে গেয়ে চলো গান
আনন্দময় এই খেলায় মেতে উঠুক প্রাণ
সকল দিনে, আমাদের ঐকতান
সবাই বলি,
(বাড়লে বয়স, সবল হবো তায়
বলবে আমায় স্বাধীন, উড়ন্ত পতাকার মতো
তারপর তা চলে যায়, চলে যায়
তারপর তা চলে যায়, চলে যায়...)২
ওহ..হ..হ..হ
উঠবে গেয়ে সবাই সেই গান...
গেয়ে উঠবে আমাদের প্রাণ...
বাড়লে বয়স...
ওয়াকা ওয়াকা (অফিসিয়াল থিমসং)
মূল: শাকিরা
ভাষান্তর: বিধান রিবেরু
-----------------------------------
দুর্বার সেনা তুমি
উঠে দাঁড়াও, যুদ্ধ দ্বারে
ঘোড়ায় বসো, ধূলো ঝেড়ে
সম্মুখ রণে তুমি
নিবেদিত তুমি, সবার চোখে
লড়াই চালাও, জয় নয় দূরে।
কাঁধে বোঝা, তুমি জানো
পারবে তুমি, বিশ্বাস আনো
পড়ে গেলে, উঠে দাঁড়াও
যদি পড়ে যাও, উঠে দাঁড়াও
(সামিনা মিনা জাংগালেওয়া)
কারণ এটা আফ্রিকা
(সামিনা মিনা এ..এ..
ওয়াকা ওয়াকা এ..এ..
সামিনা মিনা জাংগালেওয়া)
এবার সময় আফ্রিকার।
ডাকো প্রভু,
লক্ষ্য এবার জ্বলে ওঠা
ওয়াকা ওয়াকা (এবার সময় আফ্রিকার)
আর নয় অপেক্ষা।
(ওয়াই ভেমাস পোখ্ টোডো)
জাগছে আশা মানুষের
যাও এগিয়ে, করো অনুভব
দ্বিধা নয়, তোমাকে দিয়েই সম্ভব।
আজ শুধু তোমার দিন
আমার আছে জানা
ঘটিয়ে দাও ঘটনা
বিশ্বাস আনো, যদি পড়ে যাও
উঠে দাঁড়াও সেনা
যখন পড়ে যাও
উঠে দাঁড়াও সেনা এ..এ..
(সামিনা মিনা জাংগালেওয়া)
এবার সময় আফ্রিকার
(সামিনা মিনা এ..এ..
ওয়াকা ওয়াকা এ..এ.,.
সামিনা মিনা জাংগালেওয়া
আনওয়া আ..আ
সামিনা মিনা এ..এ..
ওয়াকা ওয়াকা এ..এ..
সামিনা মিনা জাংগালেওয়া)
এবার সময় আফ্রিকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।