খুব ঝরঝরে লাগছে , খুব ফুরফুরে লাগছে এখন।
ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে বিরুদ্ধ বাতাস
আর
গফুরের বলদেরা জাবরের মতো করে খাচ্ছে মুথোঘাস।
ঈশ্বরের কৃপা হলে এই রাজ্যে আর কোনো বিরুদ্ধ বাতাস
উপড়ে নেবেনা আর আমাদের হালখাতাগুলি;
কী আশ্চর্য ভাবে সব আবরণ সরে গেছে আর
বোধগম্য বহুমাত্রিকতা ক্রমশ উর্ধ্বগামী।
আমাদের গবেষণালব্ধ সারাৎসার প্রসাদের মতো করে এইবার
বিতরিত হবে।যদিও সবকিছু খুব ঘন ঘন ওঠানামা করছে তবু
অচিরেই সব স্থিতিশীল হবে-আনন্দ ফুরোবেনা আর।
সুতরাং খুব ঝরঝরে লাগছে,খুব ফুরফুরে লাগছে
অন্তরালে চলে যাচ্ছে বেয়াড়া বাতাস
এখন শুধুই
গফুরের বলদেরা জাবরের মতো করে খাবে মুথোঘাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।