বাঙলা কবিতা
ব্রাজিল তার সর্ব শেষ গা-গরম-করা ম্যাচ এ ৫-১ গোলে জিতেছে। কার বিরুদ্ধে ? উত্তর হলো : (তা জানি না )/ তানজানিয়া । ব্রাজিল সমর্থকরা টগবগ করে ফুটছে নিশ্চয় এতক্ষণে। তবে, গতকাল কিছু সময় (৬৩ মিনিট) একটা পুণ প্রচারিত ম্যাচ দেখলাম। ইএসপিএন দেখালো।
সেখানে ৬৩ মিনটি পর্যন্ত ফলাফল : ০-০। অর্থাৎ কোনও গোল হয়নি তখনও পর্যন্ত। কিন্তু দল দুটির জার্সি চেনা চেনা লাগছিল। টিভি'র খুব কাছে যেয়ে লক্ষ করে দেখলাম : সাম্বা খেলছে বাফানা বাফানা'র সাথে...
দঃ আফ্রিকা দলের সাথে ৬৩ মিনিট খেলেও কোনও গোল করতে পারেনি ব্রাজিল ??????
হতাশ হলাম। ব্রাজিল সমর্থকদের কথা ভেবে মনটাও খারাপ হয়ে গেল।
এ দেশে কোন দলের কটা পতাকা উড়ছে, সেই পরিসংখ্যান দিয়ে বিচার করলে অবশ্য ব্রাজিলই চ্যাম্পিয়ন... সন্দেহ নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।