আমাদের কথা খুঁজে নিন

   

সাভার-আমি এমন চাই নি

যা করি স্বপ্নেরও অতীত, বাস্তবতার স্পর্শবিহীন। আমার সাভারে- অসংখ্য মানুষের ভিড়ে আর ভালো লাগে না, পথে-ঘাটে সকাল-বিকেল হাঁটতে গেলে ভালো লাগে না অবিরাম কোলাহল। পথের প্রতি পদক্ষেপে অন্যের পদবাঁধা, ঠোকাঠুকি লেগে যায় অসংখ্য পায়ের সাথে। বাসস্টপ, বাজার, শপিং মল- কোথায় নেই? সর্বত্র মানুষ আর মানুষের ছড়াছড়ি। আমি কোথাও নি:স্তব্ধতা পাই না, কোলাহল আর কলরব- মানব-মানবীর।

এত মানুষ, তাই হানাহানি বেশি, ছিনতাই-রাহাজানিতে আমার জীবন ভীত-সন্ত্রস্ত, ত্যক্ত-বিরক্ত, বিষন্ন। আমি অস্থির, বিরক্ত কেন এত মানুষ !! আমার সাভার অসংখ্য লোকে লোকারণ্য, যা আমাকেই পর করে দিয়েছে আমার সাভার থেকে, আমিই যেন আজ জলে ভাসা কচুরিপানা, যার নেই ঠিকানা। আমার নিজ ভূমে আজ আমি পরবাসি। তাই আমি চাই মানুষ কমুক- সাভার থেকে, আমি ফিরে চাই আমার শৈশবের সাভার- যেখানে আমি ছিলাম আমার মতন স্বাধীন, যখন আমার রাস্তাগুলো ছিল ছিমছাম, রাস্তা-ঘাটের যানজট, জনযট দু'টোই ছিল কল্পনাতীত, বোধের বাহির। আমি চেয়েছি, সব মানুষ ফিরে যাক তার আপন ভূমে আমায় থাকতে দিয়ে আমার ভূবনে।

তবে আমি এমন চাই নি- হাজার লাশের ছড়াছড়ি, এমন করে সাভারের জনারণ্য কমুক তা আমি কখনো চাই নি। আমি আজও চাই যে যেখান থেকে এসেছে এই সাভারে, ফিরে যাক মায়ের কোলে সুস্থতার সাথে, নয় লাশ কিংবা পংগুত্বের বেশে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।