মানুষ চাই.....সতিকারের মানুষ খুঁজছি....
আজকাল আমার ছেলের জন্য ইউটিউব থেকে কতকিছুই না ডাউনলোড করা লাগে, ছড়া-কবিতা-গান-কার্টুন ....
কিছুদিন যাবত মীনা এনিমেশন কার্টুনের পর্ব গুলো ডাউনলোড করছি। ছেলের দেখার আগে আমারই দেখা হয়ে যাচ্ছে। তার মধ্যে একটি পর্ব হলো : "ছেলেই হতে হবে"। যেখানে আসল বিষয় বস্তু হলো ছেলেদের মতো আজকের দিনে মেয়েরাও যে কোনো কিছু হতে পারে, ব্যাংকার, ডাক্তার, শিক্ষক, ইন্জিনিয়ার.... মানে যে কোনো পেশায় নিজকে প্রতিষ্ঠিত পারে। কিন্তু কার্টুনটির একটি ডায়লগের সাথে আমি এর বিষয়বস্তু মিলাতে পারলাম না, তা হলো..
"পোলা হইলো বংশের বাত্তি"।
কিছুদিন পিছনে যাই, রাজা-বাদশা-জমিদার'রা তাদের বংশধর ছেলে পাবার জন্য গন্ডায় গন্ডায় বিয়ে করতো। বিশ-ত্রিশ বছর আগেও আমাদের দেশে ছেলেদেরই প্রধান্য দেয়া হতো, ছেলেরা যেনো মেয়েদের চেয়ে একটু বেশি আদরের, আমার দাদীর কথাই বলি, তিনি আমাদের বাসায় আসলে যদি কিছু নিয়ে আসতো, প্রথমে আমাকে দিয়ে তারপর আমার বোনকে দিতো, যদি আমি বাইরে থাকতাম, তবে আমি না আসা পর্যন্ত সেইগুলো তিনি হাতছাড়া করতেন না, বিশ-ত্রিশ বছর আগে মানুষের অবস্হা ভালো ছিলো তাই ছেলের আশায় কয়েক হালি পর্যন্ত বাচ্চা জন্মাতো। বিশ-ত্রিশ বছর আগের কথা বলছি কেনো আজকাল অনেক শিক্ষিত নর-নারী দুই তিনটা মেয়ে সন্তান থাকার পারও একটি ছেলের আশায় আরও একটি সন্তান নেন।
কিন্তু কেনো? আদিকাল থেকে যে (কু/সু) সংস্কার চলে আসছে, তা ধরে থাকা কেনো?
তাহলে কি সত্যি সত্যিই "পোলা হইলো বংশের বাত্তি" !!! ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।