(বেগুনবাড়ি ও কায়েতটুলীর সকল মরহুমের প্রতি সশ্রদ্ধ নিবেদন)
জেগে ঘুমানোর জন্য আমাদের খ্যাতিকীর্তি
বাতাসকে সুরভিত করে !
মাঝে মাঝে প্রবল প্রতাপে জাগি
রাতারাতি বানাবার স্বপ্ন বুনি
আইফেল টাওয়ার বা নবাগত তাজ মহল !
মিডিয়াকে ব্যস্ত করি দারুন বয়ানে
এরপর আবার ঘুমিয়ে যাবো
আপন ভুবনে !
মিডিয়াও ব্যস্ত হতে খুব ভালোবাসে
সর্বদা ব্যস্ততা চাষ
মিডিয়ার প্রিয় আযোজন
এখন ঢাকার নগর- বয়ন খুঁত
খুঁটে খুঁটে বানাচ্ছেন কতো কতো
দারুন খবর
এতোদিন ঘুমিয়ে ছিলেন
দু'দিন গেলেই ঘুমিয়ে যাবেন
অন্য কোন জাগরনে মজে
এসবে একাকী মিডিয়াকে দোষী করে
কোন লাভ নেই
মিডিয়াতো আমাদের প্রিয় ক্ষেত্র
আমাদের রোজ পিছু নেয়
আমাদের খুঁজে পায়
নানা কাজে ব্যস্ত হয়ে আছি
আসল কাজের মাপে
এইসব আসলেই ঘুম
ঘুম মানে চোখ বুঁজে
আরামে এলানো
আমাদের সমবায়ী সমস্যাকে
চোখ থেকে বের করে
আসলে ঘুমাই
শুধু জাগি আপন ভালোতে
আর কারো ভালো নিয়ে
বোকারাই ভাবে !
বারবার ঝাঁকি খেয়ে
জেগে উঠি
ঝাঁকি মুছে গেলে
সবাই দ্রুতই মুছে যাই
বেঁচে থাকা সব যদি
এভাবে ঘুমায়
মৃত্যুদিয়ে কেনা এই দেশে
মৃতরাই তবে জেগে থাক।
হে মৃতজনেরা,
এবার জাগার ভার
আপনারা নিন
দয়া করে আবার জাগুন
আবার জাগুন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।