যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
সব মৃতরা জাহান্নামে গেছে
কেবল জীবিতরাই থাক স্বর্গে
মৃতদের জন্য প্রেম নেই, বেঁচে থাকারাই প্রেমী
ওহে লাবন্য আমাকে ঘৃনা করো মৃত হলে
পালাও জাহান্নাম ছেড়ে ঐ স্বর্গ মাতাবে তোমায়
মৃতের জন্য শ্রদ্ধা নেই, সমাধী ফলক হয়েছে যার
তাদের কোন শক্তি নেই
সমাধিতে যেয়ো না, ফুলেল কোন অঞ্জলী দিও না
জীবিত প্রতিটি নর্তক, প্রতিটি নপুংসক
অসুস্থ্য বুড়ো আর পাপিষ্ঠ আমার দেবতা!
কুৎসিত দিনের শেষে আগ্রাসী মৃত্যু উদিলে
ছুড়ে ফেলে দিও জাহান্নামে
সব মৃতদের সেখানেই আবাস থাকুক চিরকালে!
উৎসর্গঃ বাকীবিল্লাহ। শুভ জন্মদিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।