আমিও একদিন মানুষের কথা বলবো, মানুষের পক্ষথেকে।
দৈনন্দিন জীবনের নোট রাখা ও অ্যাপয়েন্টমেন্টের তালিকা তৈরি করে তা অন্যের সঙ্গে শেয়ার করার জন্য একটি জনপ্রিয় সেবা হলো গুগল ক্যালেন্ডার। তবে অনেকেই হয়তো জানেন না, এই ক্যালেন্ডারে যুক্ত ইভেন্টগুলোর রিমাইন্ডার আপনি পেতে পারেন হাতের মোবাইল ফোনেই।
ব্যস্ত জীবনকে আরো সহজ করে আনতে গুগলের বিখ্যাত সেবা গুগল ক্যালেন্ডারের আওতায় রয়েছে এসএমএস রিমাইন্ডার সেবা। এই সেবার মাধ্যমে অনলাইনে গুগল ক্যালেন্ডার সাইটে গিয়ে আপনার দিন তারিখ ও সময়মতো ইভেন্ট যুক্ত করে রাখলে নির্দিষ্ট সময়ের আগেই বা সময়মতো গুগল একটি এসএমএস পাঠিয়ে মনে করিয়ে দেবে ইভেন্টটি সম্পর্কে।
আসুন জেনে নিই কীভাবে আপনি আপনার গুগল ক্যালেন্ডারে এসএমএস অপশন সেটআপ করবেন।
প্রথমে গুগল ক্যালেন্ডারে প্রবেশ করুন। এ জন্য আপনাকে যেতে হবে পধষবহফধৎ.মড়ড়মষব.পড়স ঠিকানায়। এখানে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন। তারপর ওপরের ডান দিক থেকে সেটিংস অপশনে ক্লিক করুন।
সেখানে ক্যালেন্ডার সেটিংস অপশনটি সিলেক্ট করুন। এরপর মোবাইল সেটআপ ট্যাবে ক্লিক করুন। সেখানে কান্ট্রি ড্রপডাউন থেকে আপনার যে দেশে থাকেন সে দেশের নাম সিলেক্ট করুন। তারপরের বক্সে কান্ট্রি কোডসহ আপনার মোবাইল নাম্বারটি দিন। এরপর সেন্ড ভেরিফিকেশন কোড নামে একটি বাটন দেখতে পাবেন।
সেখানে ক্লিক করুন। গুগল ক্যালেন্ডার আপনার মোবাইলে কিছুক্ষণের মধ্যেই ভেরিফিকেশন কোড এসএমএস এর মাধ্যমে পাঠাবে। সেই কোডটি প্রদান করে ফিনিশ সেটআপ বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক হলেই আপনার মোবাইল রিমাইন্ডার সেটআপ সম্পন্ন।
এরপর থেকে প্রতিবার যখনই গুগল ক্যালেন্ডারে নতুন কোনো ইভেন্ট যোগ করবেন, তখন ক্যালেন্ডারের মূল পাতা থেকে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করুন।
এবার ইভেন্টের সময়, দিনক্ষণ সব তথ্য যোগ করুন। লক্ষ্য করুন, নিচের অংশে অপশনে রিমাইন্ডার নামে একটি ড্রপডাউন বক্স আছে। সেখান থেকে এসএমএস অপশনটি সিলেক্ট করুন। তারপর মূল ইভেন্টের কতোদিন, কতোক্ষণ বা কতো সপ্তাহ আগে আপনি এসএমএসটি পেতে চান, তা সিলেক্ট করুন করুন এবং সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। সাধারণত গুগল ক্যালেন্ডার ইভেন্টের দশ মিনিট আগে এসএমএস পাঠিয়ে থাকে।
তবে আপনি চাইলে প্রতিটি ইভেন্টের জন্য আলাদা আলাদাভাবে সময় নির্ধারণ করে দিতে পারবেন। এমনকি একটি ইভেন্টের জন্য একাধিক রিমাইন্ডারও যুক্ত করতে পারবেন আপনি।
গুগল ক্যালেন্ডার পৃথিবীর প্রায় সব দেশের সব মোবাইল ফোন অপারেটরকেই সাপোর্ট করে থাকে। তবে বাংলাদেশে কেবল গ্রামীণফোন, রবি ও ওয়ারিদ টেলিকমের গ্রাহকরা গুগল ক্যালেন্ডারের এসএমএস রিমাইন্ডার সেবা উপভোগ করতে পারবেন।
তথ্যসূত্র : বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।