আমাদের কথা খুঁজে নিন

   

হিম্বাঃ এক আকর্ষণীয় উপজাতি

এ রকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই/উত্তরপুরুষে ভীরু কাপুরুষের উপমা হব আফ্রিকা মহাদেশের দক্ষিণে নামিবিয়ার উত্তর-পশ্চিমে কাওকোল্যান্ড বা কাওকোভলেদ। এক ঊষর, পাহাড়ি রুক্ষপ্রান্তর। এখানে বাস করে হিম্বা নামের এক উপজাতি সম্প্রদায়। সংখ্যায় ৪০ থেকে ৫০ হাজার। আর অন্য দশটি উপজাতির মতই অদ্ভুত তাদের জীবনযাত্রা।

তবে যে কারণে এরা সবচেয়ে বেশি আলোচিত তা হল এ উপজাতির মেয়েরা তাদের ঊর্ধাঙ্গ (গলা থেকে কোমর পর্যন্ত) খোলা রাখে। নারী ও পুরুষ উভয়ে দলবেধে পশুপালন করে। নৃতাত্তিকদের মতে এরা সেমি-নোমাডিক গোত্রের মানুষ। আদি উৎপত্তি হয়েছে ‘হেরোর’ নামের একটি উপজাতির শাখা থেকে। এদের ভাষার নামও ‘হেরোর’।

এরা কাদা আর গোবর দিয়ে গোলাকার একধরনের কুঁড়েঘর নির্মাণ করে, আর ছাদ হিসেবে ব্যবহার করে গাছের চারা। হিম্বা উপজাতি খুব গভীরভাবে তাদের ঐতিহ্য লালন করে। তাদের বিশ্বাস- ‘ওকারও’ নামের একটি পবিত্র আগুন মৃত পূর্বপুরষদের সাথে জীবিতদের যোগাযোগ রক্ষা করে। সেই আগুনকে ঘিরেই এরা তাদের প্রধান ধর্মীয় আচার পালন করে থাকে। ........... http://www.weeklymanchitra.com ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.