মধ্যরাতে ঝমঝম করে যখন বৃষ্টির কান্না ঝরে পড়ে, তখন আমার মনে হয় এই কালো কালো মেঘগুলোর পর্দার পেছনে এমন কেউ হইতো রয়েছে , যাদের হৃদয় আছে আমারই মত!!!!!
নতুন নতুন সাভির্সে গুগল ওস্তাদ । কয়েকদিন আগে গুগল তার ফ্ন্ট সার্ভিস চালু করেছে। যার মাধ্যমে আপনার ওয়েবে গুগলের সার্ভারের ফন্ট ব্যবহার করতে পারবেন । কয়েক সেকেন্ডেই এই কাজটি করতে পারবেন, যাতে আপনার সাইটের ব্যান্ডউইথ অনেকআংশেই বাচবে । ইউজাররাও দেখতে পাবে সুন্দর সুন্দর ফন্ট।
এ জন্য যা যা করা লাগবে তার সবই বলে দিয়েছে গুগল ।
দুই ধাপে কাজটি করা যাবে-
এক:
হেডার এ নিচের কোড সংযুক্ত করুন যদি Yanone+Kaffeesatz ফ্যামিলির ফন্ট যুক্ত করতে চান ।
দুই:
তারপর সিএসএস কোডে সেই ফন্টটির নাম ধরে ডাকুন এভাবে
body { font-family: ’Yanone Kaffeesatz’, serif; font-size: 100px; }
নিচের ছোট প্রজেক্টটি দেখুন
1.
2.
3.
4.
5. untitled
6.
7.
8. body { font-family: ’Yanone Kaffeesatz’, serif; font-size: 100px; }
9.
10.
11.
12. Hello World
13.
14.
আউটপুট হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।