আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের সারভারে রাখুন আপনার ওয়েবের ফন্ট

মধ্যরাতে ঝমঝম করে যখন বৃষ্টির কান্না ঝরে পড়ে, তখন আমার মনে হয় এই কালো কালো মেঘগুলোর পর্দার পেছনে এমন কেউ হইতো রয়েছে , যাদের হৃদয় আছে আমারই মত!!!!!
নতুন নতুন সাভির্সে গুগল ওস্তাদ । কয়েকদিন আগে গুগল তার ফ্ন্ট সার্ভিস চালু করেছে। যার মাধ্যমে আপনার ওয়েবে গুগলের সার্ভারের ফন্ট ব্যবহার করতে পারবেন । কয়েক সেকেন্ডেই এই কাজটি করতে পারবেন, যাতে আপনার সাইটের ব্যান্ডউইথ অনেকআংশেই বাচবে । ইউজাররাও দেখতে পাবে সুন্দর সুন্দর ফন্ট। এ জন্য যা যা করা লাগবে তার সবই বলে দিয়েছে গুগল । দুই ধাপে কাজটি করা যাবে- এক: হেডার এ নিচের কোড সংযুক্ত করুন যদি Yanone+Kaffeesatz ফ্যামিলির ফন্ট যুক্ত করতে চান । দুই: তারপর সিএসএস কোডে সেই ফন্টটির নাম ধরে ডাকুন এভাবে body { font-family: ’Yanone Kaffeesatz’, serif; font-size: 100px; } নিচের ছোট প্রজেক্টটি দেখুন 1. 2. 3. 4. 5. untitled 6. 7. 8. body { font-family: ’Yanone Kaffeesatz’, serif; font-size: 100px; } 9. 10. 11. 12. Hello World 13. 14. আউটপুট হবে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।