প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা!
ভিজছ, তবুও আগুনের আঁচ ভেতরে
অনুসিদ্ধান্ত দাড় করানোর কতো প্রচেষ্টা
কি ভেদ করে যায় এফোড় ওফোড়!
সুশীলদের বাক্য জ্ঞান ভাল,
তাই ব্যাখ্যা শুনি!
যৎকিঞ্চিত এই আলোড়ন, তার নাই অবসান
উৎসমুলে তার নাই কোন ব্যাকরণ
আহা হা! তবুও এমন ঘটছে অবিরাম!
এর জন্যই বোধহয় তুমি আমি সর্বশ্রেষ্ট জীব!
এর প্রয়োজন নিবিড় চাষাবাদ
শুধু দার্শনিক হলে হবেনা,
হতে হবে আজীবন কৃষিবিদ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।