আমাদের কথা খুঁজে নিন

   

টুঁটি চেপে ধরার রাজনীতি বন্ধ হোক (প্রসংগ চ্যনেল ওয়ান, ফেসবুক এবং আমার দেশ)



আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন আমাদের বাংলা স্যার ছিলেন অত্যন্ত খারুস প্রকৃতির আমি বুঝতামনা একজন বাংলার শিক্ষকের আচারণ কিভাবে এমন হয়, তো সে ক্লাসে যা পড়াতেন তার চেয়েও বেশি প্রবল ভাবে তার মতামত জাহির করতেন, সে ছাত্রদের শিক্ষা দিতেন যে আসলে নজরুলই নবেল পেতেন কিন্তু কুচক্রী রবীন্দ্রনাথ চক্রান্ত করে তা হতে না দিয়ে নিজের নামে করে নিলেন। আমি তখন প্রতিবাদ করতে পারতাম না কিন্তু প্রকৃ্ত সত্য জানার জন্য হাঁসফাঁস করতাম , এবং স্যারের সেই নির্বিচার মিথ্যাচারই আমাকে বই পড়তে অনুপ্রাণিত করেছে, এক অর্থে আমি তাঁর কাছে ঋণী। আওয়ামীলীগ সরকার তার তথাকথিত ইমেজকে রক্ষার জন্য এক এক করে বন্ধ করে দিচ্ছে টিভি চ্যানেল, সংবাদ পত্র এমনকি তাদের এই থাবা থেকে মুক্তি পাচ্ছেনা ফেসবুক এর মত ওয়েব সাইটও।এই টিভি চ্যানেল, সংবাদ পত্র গুলোর দোষ কি ? যে এরা সরকারকে তেল দেয়না, এরা সরকারে দোষ গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।সারা জীবন আমরা শুনে এসেছি, যে তোমার সমালোচক সে তোমার সবচেয়ে বড় বন্ধু কিন্তু এই তেলসমাতির দেশে যোগ্যতার বন্ধু হওয়ার সবচেয়ে বড় পরিচয় কে কত তেল দিতে পারে।আর আমার সেই স্যারের মত এই সব সরকারের ভাবমূর্তি এক সময় জনগণ নিজেরাই খুলে ফেলবে। এই সব দল নিজেদের কে গণতান্ত্রিক সহনশীল বলে পরিচয় দেয় অথচ এদের কাজ দেখলে ফ্যাসিস্টরা পর্যন্ত লজ্জা পাবে। আর একটা বড় জিনিস, বানের পানি আর তথ্যকে কেউ আটকিয়ে রাখতে পারেনা আর তথ্য এর শক্তি এখন সবচেয়ে বেশি আশা করি ডিজিটাল সরকার তা বুঝবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।