আসুন সকল বাধা ভেঙ্গে নতুনের গান গাই
মাথার দুপাশে ঘামের বিন্দু বিন্দু আবির্ভাব, গাল বেয়ে বইছে বর্ষার শুরুর ঘামের স্রোত, কান জ্বালা করছে অনবরত, সুন্দর গান শোনাচ্ছে ছয় পেয়ে গুলো । সে আসি আসি করেও আসেনা। উফ!!! কি অসহ্য উফ!!! গলা ধরে গান্ও গাইতে ইচ্ছে করছেনা।, ঘামের দুর্গন্ধে নিজেরই অস্বস্ত্বি লাগছে উফ!!! ধৈর্য্যে বাঁধ ভেঙ্গে যেন বালি বালি হয়ে গেল। হু হু করে ঘামের স্রোতগুলো নদীর পানির মত হয়ে যায়।
উফ!!!! কি অসহ্য অনাকাঙ্খিত লোড শেডিং , এখন মনে হয় বিদ্যুৰ সে যেন চির কাঙ্খিত প্রিয়ার আগমন পানে চেয়ে থাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।