ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।
এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম আজ বিকেলে ঢাকায় ফিরেছেন। বহুজাতিক প্রতিষ্ঠান ইয়াঙ্গুনের একটি বিশেষ বিমান পিয়াজিও পি-১৮০ অ্যাভান্টি-টুতে করে তিনি কাঠমান্ডু থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক মানুষ।
মুসার সঙ্গে একই বিমানে করে দেশে আসেন তাঁর স্ত্রী উম্মে সরাবন তহুরা, ছেলে ওয়াসি ইব্রাহীম, বোন নূর আয়েশা, বোনের স্বামী রাশিদুল হাসান ও নর্থ আলপাইন ক্লাবের সভাপতি হিসেবে আনিসুল হক।
বিমানবন্দরে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে ২৩ মে সকালে এভারেস্ট জয় করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।