আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম সেলফোন থেকে জানার ব্যবস্থা করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ও গ্রামীণফোনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরের পর তা কার্যকর করা হয়েছে। গ্রামীণফোনের গ্রাহকেরা আজ থেকেই তাদের ভোটার নম্বর ও কোন ভোটকেন্দ্রে ভোট দেবেন তা জানতে পারবেন। নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবির চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের বলেন,
সোমবার বিকেল ৪টায় নির্বাচন কমিশন ও গ্রামীণফোনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষিরত হয়েছে। চুক্তি অনুযায়ী, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার নম্বর, সিরিয়াল নম্বর ও ভোটকেন্দ্রের নাম মোবাইল ফোন থেকে একটি এসএমএস পাঠিয়ে জেনে নেয়া যাবে।
নির্বাচন কমিশনের পক্ষে প্রোগ্রামার ফারজানা আক্তার ও গ্রামীণফোনের পক্ষে প্রোডাক্ট প্রোভাইডার ম্যানেজমেন্ট (ভয়েস) স্পেশালিস্ট আহসান কবির এ চুক্তি স্বাক্ষর করেন।
তিনি বলেন, ভোটার নম্বর, সিরিয়াল ও কোন ভোটকেন্দ্রে ভোট দেবেন, তা জানার জন্য সেলফোনের এসএমএসের অপশনে গিয়ে ইংরেজিতে আইডি লিখে একটি স্পেস দিয়ে ভোটারের জন্ম সালের ৪ ডিজিট লিখতে হবে। তারপর জাতীয় পরিচয় পত্রের আইডি নাম্বারের ১৩ ডিজিট লিখে তা ২২৩৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমেই জানা যাবে ভোটারের নাম, ভোটার নম্বর, ভোটার সিরিয়াল ও কোন কেন্দ্রে ভোট দিতে হবে। চট্টগ্রামের গ্রামীণফোন গ্রাহকরা আজ থেকেই তাদের সিরিয়াল নম্বর ও ভোটকেন্দ্র জেনে নিতে পারবেন।
অন্য ফোন অপারেটর গ্রাহকরা আগামী ৩ জুন থেকে তাদের ভোটার নম্বর,সিরিয়াল নম্বর ও ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন।
এ সময় সময় ইসির পক্ষে ভোটার তালিকা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাহাদাত হোসেন, অতিরিক্ত সচিব রফিকুল আলম এবং গ্রামীণফোনের পক্ষে কর্পোরেট অ্যাফেয়ার্সের চিফ মাহমুদ হাসান, ইশতিয়াক হাসান চৌধুরী, পরিচালক, কর্পোরেট অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন।
ইসি সচিব মো. হুমায়ুন কবির বলেন, আগামী ডিসিসি নির্বাচনের ভোটার সিরিয়াল ও ভোটকেন্দ্রের নামও এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়া জাতীয় নির্বাচনেও একই প্রক্রিয়ায় ভোটার সিরিয়াল ও ভোটকেন্দ্রের নাম জানানোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, যারা নতুনভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন, তারা এসএমএস পাঠাতে এসএমএস অপশনে প্রথমে ইংরেজি আইডি লিখে একটি স্পেস দিয়ে জাতীয় পরিচয় পত্রের ১৭ ডিজিট লিখে ২২৩৩ নম্বরে পাঠালেই তাদের ভোটার সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।