www.cameraman-blog.com/
আমার ক্যামেরাটা পয়েন্ট এন্ড শুট ক্যামেরা, সনি সাইবারশট এস ৬৫০। ইচ্ছা মতো ছবি তোলার ক্ষেত্রে এটার বেশ কিছু সীমাবদ্ধতা আছে। একটা সময় পর আপনার মনে হতেই পারে আহা ! যদি শাটার স্পিড আর এপারচার কন্ট্রোল করা যেতো। এ দু'টো বিষয় কন্ট্রোলের জন্য অবশ্য একটা ডিজিটাল পদ্ধতি আছে এতে - এক্সপোজার ভ্যালু। তবে ব্যাপারটা একেবারেই ডিএসএলআর এর মতো না।
তবে আইএসও কন্ট্রোল করা যায় - ১০০ থেকে ১০০০ পর্যন্ত। ২/৩ দিন আগে মনে হলো এই দিয়েই কিছু এক্সপেরিমেন্ট করা যাক - লো লাইটে।
কিছু আনুষঙ্গিক জিনিসপত্র জোগার করতে হলো। এই যেমন - ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করলাম নীল রং এর একটা শার্ট পিস, এক্সট্রা আলোর জন্য রিচার্জেবল এলইডি লাইট (বাজারে এখন অনেক পাবেন), ক্যামেরার জন্য একটা খেলনা টাইপের ট্রাইপড (শোরুমে ক্যামেরা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়), সাবজেক্ট হিসেবে জেল মোমবাতি আর শোপিস।
প্রথমেই শুরু করলাম জেল মোমবাতি দিয়ে।
আগুন জ্বালানোর পর ট্রাইপডে ক্যামেরা রেখে ফোকাস ঠিক করলাম। আইএসও সেট করলাম ১০০০ এ। এক্সপোজার ভ্যালু ডিফল্টই থাকলো। কয়েকটা ছবি তোলার পর আইএসও আর এক্সপোজার ভ্যালু বাড়িয়ে কমিয়ে বেশ অনেকগুলো ছবি তুললাম। তবে এখানে মোমের আলোটাই একমাত্র আলো, আলাদা আর কোন আলো ব্যবহার করিনি।
এরপর শোপিস দিয়ে শুরু করলাম। শোপিসটা কাঁচ বা প্লাষ্টিকের আধার দিয়ে ঢাকা এবং এর মধ্যে ছিল একধরনের তরল। ফোকাস তাই খূব নিখূত হচ্ছিলো না। আগের মতোই সেটিং পরিবর্তন করে বেশ কিছু ছবি তুললাম। তবে এখানে এলইডি লাইট ব্যবহার করতে হলো।
আর এটা ব্যবহার করলাম উপর থেকে।
এবার অন্য আরেকটা শোপিস নিলাম। এটাতেও আইএসও আর এক্সপোজার ভ্যালু পরিবর্ত করে ছবি তুললাম। তবে এবার আরেকটা জিনিসও পরিবর্ন করে দেখলাম। সেটা হলো কালার মোড।
এটা সেপিয়া মোডে তোলা ছবি।
সেপিয়া মোডে তোলা ছবিটা ফটোশপে নিয়ে অল লেভেল এডজাষ্টমেন্ট দিতেই এরকম হয়ে গেল।
আর এই সব এক্সপেরিমেন্ট ই করলাম লোডশেডিং এর সময়
আপনিও শুরু করে দেন। মজা পাবেন।
আমার ফ্লিকার লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।