জীবনকে সহজভাবে দেখার চেষ্টা করি
আমার রুমমেট ভাইয়া সিনিয়র ভাইকে একসময় মনে হত সিনিয়রের আচরণের আদর্শ। সত্যিই আমি হলের নিয়ম-কানুন অনেক কিছু শিখেছি তার কাছে। কিন্তু গতবছর হঠাৎ করেই তার মাঝে পরিবর্তন আসতে লাগল। সকাল ৭টার সময় উঠে কোথায় চলে যান। পরে জানলাম তিনি destiny তে যোগ দিয়েছেন।
ভালো কথা প্রথম কয়দিন চললো খালি ওনাদের ট্রেনিং এ যাবার জন্য ঘেনঘেনানি। এই পর্যন্ত তাও সহ্য করা যাচ্ছিল। কিন্তু এরপর শুরু হল আসল অত্যাচার। রুমে গাদা গাদা লোক আর তাদের কম্পিউটারে ফুল ভলিউমে বিভিন্ন ভিডিও প্রদর্শন। এখনো আমার পাশের বেডে ৬টা ছেলে(সবাই বাইরের)শু্নতেছে।
১ বছরে এই ভিডিও(১/১.৫ ঘন্টার)আমার মুখস্ত হয়ে গেছে,অবশ্য ওদের প্লান আমি দেখি নাই,কখনো ইচ্ছাও হয়নাই। আমি এই ব্যাপারে প্রচন্ড বিরক্ত। ভাইয়ার সাথে কয়েকবার তর্কও হইছে(ভদ্রভাবেই),কিন্তু ব্যাপারটা সম্পর্কে খুব বেশী না জানার কারণে কোন শক্ত যুক্তি দিতে পারিনি। আপনারা কিছু জানলে বলেন। আর এখন রুম change সম্ভব না।
রুমে থেকে কিভাবে ব্যাপারটা মোকাবেলা করা যায় বলবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।