আমাদের কথা খুঁজে নিন

   

সমাজকে কলুষিত করে দেয়া এক ভাইরাস এর নাম Destiny।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

ব্লগ এ এর আগেও Destiny নিয়ে বেশ কিছু পোস্ট এসেছে। আমিও আমার অভিজ্ঞতার আলোকে পোস্ট দিয়েছিলাম। আমার পোস্ট ওই উল্লেখ করেছিলাম কি করে আমাকে আমার মামাতো ভাই আমাকে Destiny তে ভিরাতে চেয়েছিল। আর তার সকল প্রচেষ্টাকে সফল হতে না দেয়ার কাহিনি। ঘটনার কিছুদিন পর জানতে পারলাম আমার আরেক ভাই (খালাতো) এর সাথে জরিত।

তাও আবার ২০০৮ থেকে!!! কিন্তু এতদিন সে আমাকে কিছু বলে নাই। এক রকম কাউকে না জানিয়ে সে এই ব্যাবসা করে যাচ্ছে। Click This Link খোজ নিয়ে জানতে পারলাম আমার খালাতো ভাই বাসায় তার মাকে বলেছে। আর বললেও নাকি পুরাপুরি বলে নাই। Destiny এর মারপ্যাচ তো আর তার মা জানবেন না ঠিক মতন।

তাই সে হয়ত সম্মতি দিয়েছেন এ ব্যাবসা করার জন্য। আমার খালাতো ভাইকে শত বুঝানোর পর ও সে Destiny নিয়ে মহা আশাবাদী। আর ভাই নাকি ভালই লাভ করছেন। আরও শুনতে পারলাম এই ব্যাবসার সাথে নাকি খালাতো ভাই এর বড় ভাবি ও আছে। আর সে তার বড় ভাবি এর ৬ বোন কে রাজি করাতে বলেছে যাতে তারাও এই ব্যাবসা তে আসে!!! শুধু তাই না।

ঘটনা আরো আছে। মামাতো ভাই তার নিজের ভাই বোন কেও সেখানে যুক্ত করেছে!! অথচ তারা কি জানে, যে কি ভুল পথে তারা পা বাড়িয়েছে?? এসব একের পর এক যখন ঘটনা ঘটতে শুরু করল তখন এক আজব আর বিস্ফোরক এক খবর শুনলাম যা আমাকে খানিকটা বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য করলো। ঘটনা খুলেই বলি তাহলে। আমার খালাতো ভাই বেশ কিছুদিন ধরেই আমার বড় বোন এর কাছে ফোন করছিল। তার নাকি কি সব কাগজ় এ সই করতে হবে।

তো আমার বোন তাকে সময় দিতে পারছিল না তার নিজের আর পরিবারের ব্যাস্ততার কারণে। ব্যাস্ততা কমে যাওয়ার পর খালাতো ভাইকে আসতে বলেছিল আমার বোন। বাসায় এসে আমার সেই ভাই একরকম জোর করে আমার বোনকে এক জায়গায় নিয়ে যেতে চাইল। আমার বোন যতই জিজ্ঞেস করে কই নিয়ে যাইস। আমারে কি মেরে ফেলবি তুই?? ততই আমার ভাই বলতে থাকে কোন সমস্যা নাই।

আমার সাথে চলেন। একটা জিনিস দেখাবো। আমার বোন এরপর রাজি হয়ে যায় ভাই এর সাথে যেতে। ভাই তাকে নিয়ে যায় Destiny এর যে দালান সেটার কাছে। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল আমার সেই মামাতো ভাই!! এরপর বোন কে নিয়ে তারা একটা গলি তে নাকি ঢুকেছিল।

২ রুম এর একটা ঘর এ বোন কে নিয়ে বসালো। সেই রুমটা ছিল পুরা মানুষ এ ঠাসা। তখন সে যা বুঝার বুঝে গিয়েছে। তারপর শুরু হল Destiny বিষোয়ক ১ ঘন্টার তুমুল প্যাচাল। এক লোক সমানে কাগজ কলম নিয়ে বুঝাচ্ছিল আমার বোনকে।

সব বুঝানোর পরে তারা Destiny এর সদস্য হতে অনুরোধ করল আমার বোনকে। আমার বোন সেই সময় সদস্য হয় নাই তবে কোন মতেই তাকে ছাড়ছিল না তারা। পরে আমার ২ গুণধর ভাই এর কথা বলে কোনরকম সেই রুম থেকে বের হয়ে রাস্তায় এসে আচ্ছা মতন ঝাড়ি মেরেছিল তাদের। আর এখানে নিয়ে আসার জন্য আমার বোন তাদের তিরষ্কার করেছিল। তারপর ও সেই ভাই দমে না গিয়ে টাকা দিয়ে সদস্য হওয়ার অনুরোধ করেছিল আমার বোন কে।

সে যাত্রায় বেচে গেলেও তাদের হাত থেকে বোন ছাড়া পায় নি পরে। টাকা দিয়ে তার সদস্য হওয়া লেগেছে। আর তাদের বলে দিয়েছে ভবিষ্যতে যেন তারা এ বিষয় নিয়ে আর না আসে তার কাছে। আর যেই টাকা দিয়েছিল তা দিয়ে Destiny এর প্রয়োজনীয় কোন প্রোডাক্ট নিয়ে আসতে বলে দিয়েছিল বোন। বোন সেই টাকা ধরেই নিয়েছে যে সেতা পানি তে গিয়েছে।

এভাবে করে আমার এক অতিব চালাক মাত্রার কাজিন কে সদস্য করাতে চেয়েছিল সেই ভাই। কিন্তু আমার সেই কাজিন করবে না বলে দিয়েছিল। কারণ সে এ ব্যাপারে অনেক আগে থেকেই জানে। ঘটনা এখানেই শেষ হতে পারতো। কিন্তু আরো কিছু যে বাকি আছে!!! এই ঘটনা পুরাটাই শুনেছিলাম যখন বাসায় আমার বোন এসেছিল।

কিছুদিন পরে আমার সবচেয়ে প্রিয় খালা বাসায় এসেছিল বেড়াতে। আর এই খালারই ছেলে Destiny করে। তাকে আর আম্মাকে নিয়ে সেদিন রুম এ বসে ঘটনা কি হয়েছে সেটা বললাম। আর তাকে বলেছিলাম আপনি কিছু জানেন কি না। আমার খালা বলেছিলেন যে জানি।

আরো বলেছেন এটা খুব ভাল ব্যাবসা। সবাই এখন করে। যেহেতু সাথে আমার মামাতো ভাই আছে তাই তার ছেলেকে এ ব্যাবসায় নামতে উনি বাধা দেন নাই। এরকম আরো অনেক কথাই উনি বললেন। আমি শুনে আমার শ্রদ্ধেয় খালার দিকে তাকিয়ে ছিলাম।

জীবনে কোন ব্যাপারে তার সাথে দ্বিমত না করলেও এখানে আমার সাথে তার মতের মিল পাই নাই। তাই মেজাজটা খুব খারাপ হয়ে গেল। তাকে বললাম যারা Destiny করে তাদের মগজ় ধোলাই করা হয়েছে। তারা আসল ব্যাপারটা জানে না। এটা হারাম কি না তা ভাল মত না জেনেই আপনার উচিত হয় নাই ছেলেকে এ ব্যাবসায় নামানো।

আর যারা Destiny করে তারা বেশির ভাগই টাউট। তারা তো এসব ভাল বলবেই। আমার কথা শুনে আমার খালা বলেছিলেন হারাম হোক, তাতে কি। এসব কোন ব্যাপার না এখন। সবাই এখন করছে এসব।

আর এটা ভাল মনে হয়েছে আমার কাছে তাই আমি এটা করতে নিষেধ করি নাই আমার ছেলেকে। তোমাকেও ভাবছি এখানে সদস্য করাবো!! আমি তাকে একটু রাগী ভাষাতেই বলেছিলাম জীবনেও না!! এরপর সেখান থেকে আমি চলে এসেছিলাম মেজাজ খুব খারাপ হয়ে যাওয়ার কারণে। Destiny ভাইরাস আমাদের সমাজে এখন চরম আকার ধারণ করে বসে আছে। দিন এ দিনে এখন তা ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.